সূর্য-বৃহস্পতির জুটিতে ভাগ্য বদল।বৈদিক জ্যোতিষে সূর্য ও বৃহস্পতি দু’জনেই শুভ শক্তির প্রতীক। তাই এই দুই গ্রহ যখন বিশেষ কোণে আসেন, তখন তার ফলাফলও হয়ে ওঠে ইতিবাচক। আগামী ৫ ফেব্রুয়ারি সূর্য ও বৃহস্পতি থাকবে একে অপরের থেকে ১৫০ ডিগ্রি দূরত্বে। এই অবস্থানেই গঠিত হচ্ছে ষড়ষ্টক যোগ, যা জ্যোতিষ মতে পাঁচ রাশির জীবনে এনে দিতে পারে বড় সৌভাগ্য, সাফল্য আর আর্থিক উন্নতি। নীচে দেখে নিন কোন কোন রাশি ফেরারি গতিতে বাড়িয়ে নিতে পারে ভাগ্যের গতি।
মেষ রাশি
ফেব্রুয়ারির শুরুতেই কেরিয়ারের আকাশ খুলে যাবে মেষ রাশির জন্য। যাঁরা চাকরি বদলের চিন্তা করছেন, তাঁদের জন্য এ সময় একদম পারফেক্ট। নতুন ও আকর্ষণীয় অফার আসতে পারে। কর্মক্ষেত্রে সম্মান বাড়বে, সিনিয়রদের সমর্থন পেয়ে যাবেন সহজেই।
মিথুন রাশি
মাসের শুরুতেই আর্থিক ভাগ্য খুলতে চলেছে মিথুন রাশির। আটকে থাকা ব্যবসায়িক ডিল ফাইনাল হবে। বিনিয়োগে বড় মুনাফার সম্ভাবনা রয়েছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে, ফলে ভবিষ্যতের জন্য বড় পদক্ষেপও নিতে পারবেন।
সিংহ রাশি
অধিপতি গ্রহ সূর্যের বিশেষ অবস্থান সিংহ রাশির জন্য আরও শুভ হয়ে উঠবে। খ্যাতি, সম্মান, জনপ্রিয়তা, সবই বাড়বে। রাজনীতি, প্রশাসনিক কাজ বা জনসংযোগের সঙ্গে যুক্ত সিংহরা বড় দায়িত্ব পেতে পারেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত জটিলতা মিটে যাওয়ার সম্ভাবনাও প্রবল।
তুলা রাশি
বিলাসিতা ও আরামের যোগ তৈরি হচ্ছে তুলা রাশির জীবনে। নতুন বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা সফল হতে পারে। কর্মজীবীদের জন্য প্রোমোশন, বেতনবৃদ্ধি, দুটোই সম্ভাবনাময়। পরিবারে শান্তি বজায় থাকবে, সম্পর্কেও আসবে উষ্ণতা।
ধনু রাশি
অধিপতি বৃহস্পতির অবস্থান ধনু রাশির জন্য বরাবরই শুভ। এবারও তার ব্যতিক্রম নয়। বুদ্ধি ও বিচক্ষণতা বাড়বে, ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি টান অনুভব করবেন। ছাত্রছাত্রীদের জন্য বিশেষ শুভ সময়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার সম্ভাবনা উজ্জ্বল। বিদেশযাত্রার সুযোগও আসতে পারে।