Surya Ketu Yuti: ১৮ বছর পর মুখোমুখি হবে সূর্য ও কেতু, ব্যাঙ্ক ব্যালান্স উপচে পড়বে এই ৫ রাশির

জ্যোতিষশাস্ত্র মতে সূর্য ও কেতু কাছাকাছি আসলে গ্রহণ যোগ গঠিত হয়। সিংহে এসে জোর বাড়বে সূর্যের। কেতুর অশুভ প্রভাব খর্ব হবে অনেকটাই। তাই ১৮ বছর পর সূর্য-কেতু মুখোমুখি হওয়ায় অর্থলাভের সুযোগ মিলবে ৫ রাশির জাতকদের। এঁরা কারা?

Advertisement
 ১৮ বছর পর মুখোমুখি হবে সূর্য ও কেতু, ব্যাঙ্ক ব্যালান্স উপচে পড়বে এই ৫ রাশির সূর্য-কেতুর যুতিতে কোন ৫ রাশির ভাগ্য বদল
হাইলাইটস
  • ১৭ অগস্ট সূর্য কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে যাবে
  • ৮ বছর পর সিংহ রাশিতে পাশাপাশি বসবে সূর্য ও কেতু
  • অর্থলাভ করার সুযোগ পাবেন কোন কোন রাশির জাতক?

১৭ অগস্ট সূর্য কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে গোচর করবে। আগে থেকেই কেতু অবস্থান করছে সেখানে। এর ফলে ১৮ বছর পর সিংহ রাশিতে পাশাপাশি বসবে সূর্য ও কেতু। জ্যোতিষবিদরা জানাচ্ছেন, সূর্য ও কেতু কাছাকাছি আসলে গ্রহণ যোগ গঠিত হয়। জ্যোতিষ অনুসারে এই যোগ মোটেও শুভ নয়।

তবে  সিংহ হল সূর্যের নিজের রাশি। তাই সিংহে এসে জোর বাড়বে সূর্যের। ফলে কেতুর অশুভ প্রভাব খর্ব হবে অনেকটাই। এই পরিস্থিতিতে সূর্য ও কেতুর যুতিতে লাভবান হবেন পাঁচ রাশির জাতক। নানা দিকে থেকে অর্থলাভ করার সুযোগ পাবেন এঁরা। কোন কোন রাশি রয়েছে এই তালিকায়? 

মেষ রাশি: মেষ রাশির পঞ্চম ঘরে যুতি গঠন করবে সিংহ। এই পরিস্থিতিতে প্রেম জীবন খুব ভালো কাটবে মেষ রাশির জাতকদের। যাঁরা প্রেমের সম্পর্ককে বিয়ে পর্যন্ত নিয়ে যেতে চাইছেন, তাঁদের জন্য এটা পারফেক্ট সময়। প্রেমের সম্পর্কে পরিবারের সমর্থনও পাবেন মেষ রাশির জাতকরা। উচ্চশিক্ষাতেও সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে এই সময়ে। কেরিয়ারেও উন্নতি হবে। 

সিংহ রাশি: সিংহ রাশিতেই পাশাপাশি আসবে সূর্য ও কেতু। সেই কারণে এই যুতি বেশ লাভজনক হতে চলেছে সিংহ রাশির জন্য। সূর্য অত্যন্ত শক্তিশালী স্থানে থাকবে এই রাশিতে।  এর প্রভাবে কর্মক্ষেত্রে বড়সড় স্বীকৃতি লাভের সম্ভাবনা রয়েছে। কেতুর প্রভাবে আধ্যাত্মিক চেতনা জাগ্রত হবে। আর্থিক ভাবে লাভ হবে। আত্মীয়দের সঙ্গে বিবাদ মিটে যাবে এই রাশির জাতকদের। 

তুলা রাশি: তুলা রাশির জাতকদের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতির নেপথ্যে থাকবে  সিংহ ও কেতুর যুতি। বিশেষ করে যাঁরা ব্যবসা করছেন, তাঁদের দীর্ঘদিনের কোনও সমস্যা মিটে যেতে পারে। কাজের পথে সব বাধা কেটে যাবে। সাফল্যের পথে এগিয়ে যাবেন এঁরা। নতুন উপার্জনের রাস্তা খুলে যাবে। প্রভাবশালী ব্যক্তির সমর্থনও মিলবে তুলা রাশির জাতকদের। 

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির দশম ঘরে যুতি গঠন করবে সূর্য ও কেতু। বড় সাফল্য অপেক্ষা করছে বৃশ্চিক রাশির জাতকদের জন্য। অফিসে নিজের পরিশ্রমের সুফল পাবেন। সবাই কাজের প্রশংসা করবে। জুনিয়রদের সামনে কাজ উদাহরণ হিসেবে তুলে ধরা হবে।  সমাজে প্রতিপত্তি বাড়বে। পরিবারে সুখ-সমৃদ্ধি বজায় থাকবে। 

Advertisement

মকর রাশি: সূর্য ও কেতুর যুতির প্রভাবে কেরিয়ার, শিক্ষা ও ব্যবসায় বড় উন্নতি করতে পারবেন মকর রাশির জাতকরা।  অফিসে বড় কাজের দায়িত্ব পেতে পারেন এঁরা। বসের সমর্থন মিলবে। প্রোমোশনও পেতে পারেন মকর রাশির জাতকরা। উপার্জন আগের থেকে অনেকটাই বৃদ্ধি পাবে। আইনি ঝামেলাও মিটে যেতে পারে।

 

POST A COMMENT
Advertisement