Surya Gochar Zodiacs: ৩ রাশির সুখ-উন্নতি লাফিয়ে বাড়বে, সূর্যের কৃপায় ভাগ্য বদল

জ্যোতিষ মতে, শনির পুষ্য নক্ষত্রে প্রবেশ করেছে সূর্য। আগামী ২ অগাস্ট পর্যন্ত এই নক্ষত্রে থাকবে সূর্যদেব। যার ফলে ভাগ্য বদলাবে ৩ রাশির জাতকদের। জেনে নিন বিশদে...

Advertisement
৩ রাশির সুখ-উন্নতি লাফিয়ে বাড়বে, সূর্যের কৃপায় ভাগ্য বদলসূর্যের কৃপায় ভাগ্য বদল ৩ রাশির।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, শনির পুষ্য নক্ষত্রে প্রবেশ করেছে সূর্য।
  • আগামী ২ অগাস্ট পর্যন্ত এই নক্ষত্রে থাকবে সূর্যদেব।
  • ভাগ্য বদলাবে ৩ রাশির জাতকদের।

জ্যোতিষ মতে, শনির পুষ্য নক্ষত্রে প্রবেশ করেছে সূর্য। আগামী ২ অগাস্ট পর্যন্ত এই নক্ষত্রে থাকবে সূর্যদেব। যার ফলে ভাগ্য বদলাবে ৩ রাশির জাতকদের। জেনে নিন বিশদে...

কন্যা রাশি (Virgo): 

সূর্যের নক্ষত্র পরিবর্তনে ইতিবাচক প্রভাব পড়বে কন্যা রাশির জাতকদের জীবনে। চাকরিতে উন্নতি হবে। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে জাতকদের। 

তুলা রাশি (Libra): 

শুভ প্রভাব পড়বে তুলা রাশির জাতকদের জীবনে। কোনও সুখবর পেতে পারেন। চাকরি-ব্যবসায় উন্নতি হবে। সমাজে সুনাম বাড়বে। 

কর্কট রাশি (Cancer): 

সূর্যের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যোদয় হবে কর্কট রাশির জাতকদের। ব্যবসায়ীরা লাভবান হবেন। সম্পদ লাভের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতি হবে। 

অন্য দিকে, আগামী ২৩ জুলাই নক্ষত্র বদলাবে মঙ্গল। উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল। যার প্রভাবে ভাগ্য বদলাবে বৃশ্চিক, তুলা ও সিংহ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ২৮ জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল। এর প্রভাবে কপাল খুলবে মকর, বৃশ্চিক, সিংহ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, অগাস্ট মাসে অবস্থান বদলাবে সূর্য, বুধ ও শুক্র। যার প্রভাবে ভাগ্য বদলাবে মেষ, তুলা, মকর ও সিংহ রাশির জাতকদের। 
 

POST A COMMENT
Advertisement