জ্যোতিষ মতে, আগামী ১৫ ডিসেম্বর রাশি বদলাবে সূর্য। ধনু রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। এর ফলে, কপাল খুলবে ৩ রাশির জাতকদের। জেনে নিন...
কর্কট রাশি (Cancer):
শুভ প্রভাব পড়বে কর্কট রাশির জাতকদের জীবনে। অর্থলাভের যোগ রয়েছে। কেরিয়ারে সাফল্য আসবে। বিনিয়োগের জন্য ভাল সময়।
সিংহ রাশি (Leo):
ভাগ্যোদয় হবে সিংহ রাশির জাতকদের। ব্যবসায় উন্নতি হবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। দাম্পত্য সুখ বাড়বে। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে।
তুলা রাশি (Libra):
কপাল খুলবে তুলা রাশির জাতকদের। কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে। পরিশ্রমের ফল পাবেন। ব্যবসা লাভজনক হবে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। পড়ুয়াদের জন্য ভাল সময়।
জ্যোতিষ মতে, আগামী ৭ ডিসেম্বর রাশি বদলাবে মঙ্গল। পিছিয়ে যাবে এই গ্রহ। এর প্রভাবে কপাল খুলবে তুলা, কন্যা এবং মীন রাশির জাতকদের। জ্যোতিষ মতে, ২০২৫ সালে কুম্ভ রাশিতে যাত্রা শেষ করে মীন রাশিতে প্রদেশ করবে শনি। বেশ কয়েকটি রাশির সাড়ে সাতি দশা শেষ হয়ে যাবে। শনির চালে নতুন বছরে মেষ, বৃষ ও কর্কট রাশির জাতকদের। জ্যোতিষ মতে, ২০২৫ সালে রাশি বদলাবে রাহু ও কেতু। এর ফলে ৩ রাশির জাতকদের বিশাল উন্নতি হবে। চাকরি-ব্যবসায় সাফল্যের যোগ রয়েছে মেষ, বৃশ্চিক এবং মকর রাশির জাতকদের।