জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্য ৩০ দিনে রাশি পরিবর্তন করে। শনিবার ১৭ সেপ্টেম্বর, কন্যা রাশিকে গমন করেছে সূর্য। আর বুধ আগে থেকেই কন্যায় উপস্থিত রয়েছে। সেক্ষেত্রে এমতবস্থায় কন্যায় মিলন হয়েছে বুধ ও সূর্যের। ফলে গঠিত হয়েছে বুধাদিত্য যোগ (Budhaditya Yoga 2022)। আর এই বুধাদিত্য যোগ অত্যন্ত কার্যকরী এবং ৪ রাশির জন্য এটি অত্যন্ত শুভ হয়ে উঠতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক সেই রাশি গুলি কী কী এবং সেগুলিতে কেমন প্রভাব পড়বে?
বৃষ রাশি (Taurus) : বুধাদিত্য রাজ যোগ বৃষ রাশির জাতকদের জন্য খুবই শুভ হতে চলেছে। জীবনে সুখ ও আনন্দ বাড়বে। সন্তানদের তরফেও ভাল কিছু ঘটতে পারে। ব্যবসায়ীরা লাভবান হতে পারেন। আটকে থাকা টাকা মিলবে। যার জেরে সামগ্রিকভাবে জীবনে সুখ-স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে।
সিংহ রাশি (Leo) : সূর্য সিংহ রাশির অধিপতি এবং কন্যা রাশিতে সূর্যের গমনের ফলে গঠিত বুধাদিত্য রাজ যোগ এই রাশির জাতকদের জন্য খুবই শুভ ফল দেবে। সিংহ রাশির জাতকরা বড়সড় আর্থিক লাভের সম্মুখীন হতে পারেন। এমনকী অপ্রত্যাশিত উপায়েও পেতে পারেন টাকা। উপার্জনের নতুন পথ তৈরি হবে। ব্যবসায় নতুন অর্ডার বা চুক্তি হতে পারে।
বৃশ্চিক রাশি (Scorpio) : বুধাদিত্য রাজ যোগ বৃশ্চিক রাশির জাতকদের কর্মজীবন ও ব্যবসায় বড়সড় সাফল্য এনে দেবে। চাকরিপ্রার্থীরা সফল হতে পারেন। একই সঙ্গে ব্যবসায়ীদের বাড়তে পারে ব্যবসা। রাজনীতিতে সক্রিয় ব্যক্তিরাও বড় পদ পেতে পারেন। বাড়তে পারে সম্মান ও প্রভাব।
মকর রাশি (Capricorn) : বুধাদিত্য রাজ যোগ ধন সম্পদের দিক থেকে মকর রাশিকে অনেকটা এগিয়ে দেবে। ভাগ্যের পুরোপুরি সমর্থন থাকবে। অর্থ লাভও হবে। আয় বাড়বে। ব্যবসার জন্য ভ্রমণ হতে পারে। যাঁরা বড় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির স্বপ্ন দেখছেন তাঁদের আসতে পারে সাফল্য। নতুন চাকরিও হতে পারে।
আরও পড়ুন - আজ ফের ঘূর্ণবর্তের পূর্বভাস, কোন জেলাগুলিতে বৃষ্টি?