Surya Gochar Zodiac Signs: ৩ রাশির জীবন বদলাবে, সূর্যের গোচরে জুন থেকেই উন্নতি

জ্যোতিষ মতে, আগামী ১৫ জুন মিথুন রাশিতে গোচর করবে সূর্য। এর প্রভাবে কপাল খুলবে ৩ রাশির জাতকদের। চাকরি-ব্যবসায় উন্নতি হবে। জেনে নিন বিশদে...

Advertisement
৩ রাশির জীবন বদলাবে, সূর্যের গোচরে জুন থেকেই উন্নতিভাগ্য বদলাবে ৩ রাশির।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, আগামী ১৫ জুন মিথুন রাশিতে গোচর করবে সূর্য।
  • কপাল খুলবে ৩ রাশির জাতকদের।
  • চাকরি-ব্যবসায় উন্নতি হবে।

জ্যোতিষ মতে, আগামী ১৫ জুন মিথুন রাশিতে গোচর করবে সূর্য। এর প্রভাবে কপাল খুলবে ৩ রাশির জাতকদের। চাকরি-ব্যবসায় উন্নতি হবে। জেনে নিন বিশদে...

বৃষ রাশি (Taurus): 

ভাগ্যোদয় হবে বৃষ রাশির জাতকদের। আর্থিক দিক থেকে লাভবান হবেন এই রাশির জাতকরা। পরিবারে সুখ-শান্তি আসবে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। ব্যবসায় সাফল্য আসবে। 

তুলা রাশি (Libra): 

কপাল খুলবে তুলা রাশির জাতকদের। ধনলাভের যোগ রয়েছে। বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন। কোনও সুখবর মিলবে। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে। 

কন্যা রাশি (Virgo): 

লাভবান হবেন কন্যা রাশির জাতকরা। কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে। ব্যবসা লাভজনক হবে। জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। অর্থলাভের যোগ রয়েছে। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, শুক্রের চালে আগামী ২৯ জুন কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি হবে। যার ফলে কপাল খুলবে বৃষ, কন্যা ও সিংহ রাশির জাতকদের।  জ্যোতিষ মতে, জুন মাসে ত্রিগ্রহী যোগের শুভ প্রভাব থাকবে। যার ফলে লাভের মুখ দেখবেন বৃষ, মিথুন, তুলা রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ২৮ নভেম্বর মীনে মার্গী হতে চলেছেন শনিদেব। শনির মার্গীতে লাভের মুখ দেখবেন বৃষ, কুম্ভ ও ধনু রাশির জাতকরা।

POST A COMMENT
Advertisement