Surya Brihaspati Gochar 2025: সূর্য আর বৃহস্পতির যুগলবন্দি জ্যোতিষশাস্ত্রে খুবই শুভ বলে মানা হয়। একসঙ্গে থাকলে এই দুই গ্রহের প্রভাব জীবনে এনে দিতে পারে আর্থিক সাফল্য, পেশাগত উন্নতি এবং মানসিক দৃঢ়তা। যদিও সম্প্রতি "৫০ বছর পর সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ" বলে কোনও ঘটনার নির্দিষ্ট উল্লেখ সংবাদমাধ্যমে দেখা যায়নি, তবুও এই সংযোগের প্রভাব নিয়ে আশাবাদী জ্যোতিষমহল।
বিশেষজ্ঞদের মতে, যাঁদের জন্মছকে সূর্য ও বৃহস্পতি অনুকূল স্থানে রয়েছেন, তাঁদের জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে এই সময়ে। এই সংযোগ এমনও হতে পারে যা "মোটা অঙ্কের টাকা পয়সা" এনে দেয়। শুধু তাই নয়, মেলে নেতৃত্বের ক্ষমতা, আত্মবিশ্বাস আর আধ্যাত্মিক দিকেও উন্নতি ঘটে।
তবে এই ধরনের সংযোগে সকলের জীবনে সমান প্রভাব পড়ে না। এর জন্য প্রয়োজন জন্মছক খতিয়ে দেখা। কোন রাশিতে, কোন ঘরে, কোন দৃষ্টিতে এই গ্রহ দুটি বসে রয়েছে, তা বিশ্লেষণ করেই বোঝা যাবে এই সংযোগ আপনার পক্ষে কতটা উপকারী।
জ্যোতিষীরা বলছেন, এই সংযোগের সময় নিজের চিন্তাভাবনায় স্বচ্ছতা আনা, সঠিক সিদ্ধান্ত নেওয়া আর নিজের লক্ষ্য ঠিক করে এগিয়ে চলা, এই সময়কে কাজে লাগানোর চাবিকাঠি। তাই এমন কোনও সংযোগ হলে তা কেবল ভবিষ্যৎ জানার কৌতূহল নয়, জীবন গঠনের দিকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
বৃষ রাশি
এই রাশির জন্য সূর্য ও বৃহস্পতির এই সংযোগ অত্যন্ত লাভদায়ক হবে, যা আর্থিক ও ব্যক্তিগত উন্নতি নিয়ে আসবে। চারিদিক দিয়ে অর্থ আসবে।
মীন রাশি
মীন রাশির জাতকদের জীবনেও এই যোগ ভালো ফল দেবে এবং তারা মানসিক পরিপূর্ণতা ও আশীর্বাদ লাভ করবেন। ব্যবসায় দারুণ সময়সা পার হবে। আর্থিক সুরাহা হবে।
মিথুন রাশি
সূর্য ও বৃহস্পতির এই বিশেষ যোগ মিথুন রাশির মানুষদের জন্যও দারুণ শুভ ফল নিয়ে আসবে, বলে মনে করা হচ্ছে। সাফল্য আসবে, আটকে থাকা কাজ হয়ে যাবে।