১৬ ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করবে সূর্য। তখন বুধের সঙ্গে মিলন ঘটবে সূর্যের। ধনু রাশিতে শুক্রের পাশাপাশি বৃহস্পতি ও সূর্য পরস্পরের কেন্দ্রে থাকবেন। ধনু রাশিতে ১৪ জানুয়ারি, মকর সংক্রান্তি পর্যন্ত থাকবেন সূর্যদেব। সূর্য ধনু রাশিতে প্রবেশ করলে মেষ-সহ একাধিক রাশির জীবনে বিভিন্ন বাধাবিঘ্ন আসতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক, আগামী এক মাস কোন কোন রাশির জীবনে সমস্যা হতে চলেছে-
বৃষ- সূর্যের গমন আপনার রাশির জন্য ইতিবাচক এবং নেতিবাচক উভয় ফলাফলই দেবে। মা-বাবার স্বাস্থ্যের যত্ন নিন। কোনও ধরনের বিনিয়োগ বা বড় অর্থ লেনদেন করা থেকে বিরত থাকুন। কোনও সমস্যায় পড়লে বিষয়টির গভীরে যান। এড়িয়ে যাবেন না। সমস্যা আরও বাড়তে পারে। খরচ নিয়ন্ত্রণ করুন। অন্যথায় আর্থিক সংকট তৈরি হতে পারে।
মিথুন- আপনার রাশির জন্য সূর্যের গমন মাঝারি ফল দেবে। জীবনসঙ্গী বা প্রেমিকার সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। তর্কে জড়াতে পারেন। কর্মক্ষেত্রে কারও সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। নইলে সমস্যা আরও বাড়তে পারে। কোথাও বিনিয়োগের পরিকল্পনা থাকলে চিন্তাভাবনা করুন। তাড়াহুড়ো করে অর্থকড়ির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন না। বাড়িতে শান্তি বজায় রাখুন। মাথা ঠান্ডা রেখে চলুন। বাবা-মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে।
সিংহ- সিংহ রাশির জন্য সূর্যের গমন উত্থান-পতন নিয়ে আসতে পারে। এই সময়ে আর্থিকভাবে সতর্ক হওয়া দরকার। তাড়াহুড়ো বা অসতর্কতার কারণে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ফলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চিন্তাভাবনা করুন। দাম্পত্য বা প্রেমজীবনের বাধাবিঘ্ন আসবে। ঝগড়া হতে পারে। অযথা তর্ক এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে নিজেকে শান্ত রাখুন। নইলে আপনার ভাবমূর্তি নষ্ট করতে পারে। পরিবারের কোনও সদস্যের সঙ্গে বিবাদ হতে পারে। তাই নিজেকে শান্ত রাখুন এবং রাগ নিয়ন্ত্রণ করুন।
তুলা- সূর্যের রাশি পরিবর্তন তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য মিশ্র ফল দিতে পারে। গার্হস্থ্য জীবনে বিবাদ হতে পারে। কাজ ও পরিবারের মধ্যে ভারসাম্য রাখুন। বাবা-মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। কারও সঙ্গে তর্ক বা ঝগড়া থেকে দূরে থাকুন। অন্যথায় আপনার ক্ষতি হতে পারে। কর্মক্ষেত্রে সমস্যা বাড়তে পারে।
মকর রাশি- এই রাশির জাতক-জাতিকাদের সূর্যের গমনের সময় সতর্ক থাকতে হবে। প্রশ্নের মুখে পড়তে পারে আপনার কাজ। সেগুলি ইতিবাচকভাবে গ্রহণ করুন। মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিন। কর্মক্ষেত্রের বাড়তে পারে সমস্যা। যাঁরা নতুন চাকরি খুঁজছেন তাঁদের অপেক্ষা করতে হবে। বিলাসিতা এবং বিনোদনের জন্য ব্যয় এড়িয়ে চলুন। যে কোনও পরিকল্পনা করার আগে ভাল করে চিন্তাভাবনা করুন। কর্মক্ষেত্র ও ব্যবসায় রাগ নিয়ন্ত্রণ করুন। বাক সংযম না থাকলে বিপদে পড়তে পারেন।
আরও পড়ুন- নতুন বছরে লক্ষ্মী-নারায়ণের কৃপায় ৩ রাশি, যে কোনও কাজে ভাগ্যের সঙ্গ