সূর্য গোচরে লাকি এই ৩ রাশি।Surya Gochar 2025: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শীঘ্রই কন্যা রাশিতে গমন করতে চলেছে সূর্য।আর তার ফলেই ২০২৫ সালের অন্যতম ভাগ্য পরিবর্তনের সম্মুখীন হবে তিন রাশি। ১৭ সেপ্টেম্বর রাত ১টা ৫৪ মিনিটে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবে। এরপর আগামী ১৬ অক্টোবর পর্যন্ত সেই পজিশনেই থাকবে সূর্য। ফলে দুর্গাপুজোর পুরো সময়টায় এই রাশিগুলির অন্য়দের তুলনায় ভাগ্য তুঙ্গে থাকবে। এবারের পুজো তাই অন্যবারের তুলনায় আরও ভাল কাটবে বলাই যায়।
এক্ষেত্রে বলে রাখা ভাল, কন্যা রাশির অধিপতি বুধ। বুধ ও সূর্যের মধ্যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ বলে মনে করা হয়। তাই সময়ের প্রভাব এই সমস্ত রাশির উপরেই দেখা যাবে।
তবে বিশেষ করে নির্দিষ্ট ৩ রাশির জাতকরা এই সূর্য গমনে বিপুলভাবে উপকৃত হবেন বলে জানাচ্ছেন জ্যোতিষীরা।
মিথুন রাশি: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থলাভ ও সম্পর্কের জন্য ভাল সময়
মিথুন রাশির জাতকদের জন্য এই সময় দারুণ শুভ। এই সময়ের মধ্যে কর্মক্ষেত্রে বড় দায়িত্ব আসতে পারে। যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের বড় কোনও ডিলের সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো হবে। দাম্পত্য জীবনে সম্পর্কের টানাপড়েন কাটবে।
মানসিক শক্তি বৃদ্ধি পাবে, আত্মবিশ্বাস বাড়বে। প্রেমজীবনে রোমান্সের নতুন অধ্যায় শুরু হতে পারে।
তুলা রাশি: অর্থ, সাফল্য ও শান্তি
তুলা রাশির জাতকদের জন্য সূর্যের কন্যা রাশিতে গমনে শুভ ফল আসবে। অর্থনৈতিক উন্নতির স্পষ্ট সম্ভাবনা রয়েছে। কর্মজীবনে ভাল সুযোগ আসতে পারে। নতুন চাকরির প্রস্তাব পাওয়ার সম্ভাবনাও রয়েছে। ব্যবসায় লাভ হতে পারে এবং দাম্পত্য সম্পর্কে মাধুর্য্য আসবে। জীবনে সুখ ও শান্তি ফিরে আসবে। এই সময়ে মনও প্রশান্ত থাকবে। এর ফলে সহজেই কোনও বড় সিদ্ধান্ত নিতে পারবেন।
বৃশ্চিক রাশি: সাফল্যের শুরু, বহুদিনের ইচ্ছা পূর্ণ হবে
বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই সময়টা আশীর্বাদের মতো। কাজে সাফল্য আসবে। যাঁরা নতুন চাকরির খোঁজে আছেন, তাঁদের জন্য সুখবর অপেক্ষা করছে। ব্যবসায় মুনাফার নতুন পথ খুলে যাবে। পুরনো কোনো ইচ্ছা হঠাৎ পূরণ হওয়ার সম্ভাবনা প্রবল। হঠাৎ কোনও আর্থিক লাভ হতে পারে। এর ফলে জীবনে যে একটা অনিশ্চিত ফিলিং রয়েছে, তা কিছুটা দূর হবে।
সব রাশিতেই কিন্তু প্রভাব পড়ছে
সূর্যের কন্যা রাশিতে গমনের ফলে শুধু এই তিনটি রাশিই নয়, সব রাশির ক্ষেত্রেই শুভ বা অশুভ প্রভাব পড়তে পারে। তবে মিথুন, তুলা ও বৃশ্চিক রাশির জাতকদের জন্য সময়টি অতিশয় ইতিবাচক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অর্থ, সম্মান, প্রেম সব ক্ষেত্রেই মিলবে সাফল্য ও আনন্দ।
বিশেষজ্ঞরা বলছেন, শুভ সময় মানেই এই নয় যে এমনিতেই আকাশ থেকে আপনার হাতে সাফল্য এসে পড়বে। শুভ সময় মানে এই যে, আপনার আত্মবিশ্বাস, মনের অবস্থা, পরিবার, স্বাস্থ্য সব সঠিক পর্যায়ে থাকবে। আর এটাই আপনাকে মনযোগ দিয়ে পরিশ্রমে সাহায্য করবে। তাই শুভ সময় কাজে লাগাতে ভুলবেন না। এই সময় আলস্য ত্যাগ করে নতুন উদ্যমে কাজ করুন। সম্পর্কে ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে সময় দিন। স্বাস্থ্যের যত্ন নিন। খুব সহজেই ফল পাবেন।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।