Makar Sankranti 2026 Lucky Rashifal: মকর সংক্রান্তি থেকেই ঘুরবে ভাগ্যের চাকা, দারুণ লাভ এই ৫ রাশির

১৪ জানুয়ারি মকর সংক্রান্তি। সেইদিনই শনির রাশি মকরে প্রবেশ করবে সূর্য। এর সঙ্গে সঙ্গেই শুরু হবে সূর্যের উত্তরায়ণ। সূর্য মকর রাশিতে এলে তা কোনও কোনও রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। জেনে নিন ১৪ জানুয়ারি থেকে নানা দিক থেকে সুখের সময় আসতে চলেছে কোন কোন রাশির জন্য।

Advertisement
মকর সংক্রান্তি থেকেই ঘুরবে ভাগ্যের চাকা, দারুণ লাভ এই ৫ রাশির রাশিফল

১৪ জানুয়ারি মকর সংক্রান্তি। সেইদিনই শনির রাশি মকরে প্রবেশ করবে সূর্য। এর সঙ্গে সঙ্গেই শুরু হবে সূর্যের উত্তরায়ণ। সূর্য মকর রাশিতে এলে তা কোনও কোনও রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। জেনে নিন ১৪ জানুয়ারি থেকে নানা দিক থেকে সুখের সময় আসতে চলেছে কোন কোন রাশির জন্য।

মেষ রাশি
মেষ রাশির দশম ঘরে গোচর করবে সূর্য। পরিশ্রম ও প্রচেষ্টা থাকলে নিজের লক্ষ্যে অবশ্যই পৌঁছতে পারবেন। কেরিয়ারে উন্নতি করার সুযোগ আসবে মেষের জাতকদের সামনে। যত পরিশ্রম করবেন, ততই সুফল লাভ করবেন। চাকরি পরিবর্তন করার জন্যও এই সময়টা শুভ। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বিকশিত হবে।

বৃষ রাশি
মকর সংক্রান্তির সময় সূর্য বৃষ রাশির নবম ঘরে গোচর করবে। আপনার সামনে একের পর এক সুযোগ আসবে। বিদেশ সফর হতে পারে। রিয়েল এস্টেটে বিনিয়োগ লাভজনক হতে পারে। ব্যবসা বাড়ানোর জন্য শুভ সময়। নতুন প্রযুক্তির ব্যবহার আপনার জন্য লাভজনক হবে। তীর্থযাত্রা হতে পারে।

বৃশ্চিক রাশি
এই রাশির তৃতীয় ঘরে গোচর করবে সূর্য। এর ফলে সৌভাগ্য ও আর্থিক সমৃদ্ধি লাভ করবেন বৃশ্চিক রাশির জাতকরা। তবে ব্যবসায় ঝুঁকি না নেওয়াই ভালো। ভাই-বোনের সঙ্গে মন কষাকষি হতে পারে। ছোটখাটো ঝামেলা এড়িয়ে যাওয়াই ভালো। বাবা-মায়ের খেয়াল রাখুন, তাঁদের সঙ্গে সুন্দর সময় কাটাতে পারবেন।

মকর রাশি
১৪ জানুয়ারি মকর রাশিতেই প্রবেশ করবে সূর্য। এই সময়টা আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। সূর্যের প্রভাবে কেরিয়ারে বিশেষ উন্নতি করতে পারবেন। রিয়েল এস্টেটে বিনিয়োগ লাভজনক হবে। তবে অতিরিক্ত রোজগার করার কোনও শর্টকাট রাস্তা নেবেন না। পেশাগত জীবন ভালো থাকবে।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির দ্বাদশ ঘরে গোচর করবে সূর্য। বিদেশ সফরের সুযোগ আসতে পারে। বিদেশি বাণিজ্যের মাধ্যমে উপার্জন বাড়বে। এই সময় আপনি নিজেকে নিরাপদ বোধ করবেন। কর্মক্ষেত্রে আপনার কাজ প্রশংসা পাবে। অফিসে প্রতিপত্তি বাড়বে। নতুন প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন। তবে পারিবারিক জীবনে কিছু সমস্যা হতে পারে।

Advertisement


 

POST A COMMENT
Advertisement