Surya Grahan 2022 Zodiac Sign Effects : বছরের শেষ সূর্যগ্রহণে সাবধানে থাকার পরামর্শ ৫ রাশিকে, বলছে জ্যোতিষশাস্ত্র

আগামী ২৫ অক্টোবর হতে চলেছে চলতি বছরের শেষ সূর্যগ্রহণ (Solar Eclipse 2022)। অর্থাৎ বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে দীপাবলির পরের দিন। তাই সেটিকে আরও গুরুত্ব দিয়ে বিচার করা হচ্ছে। গোবর্ধন পুজোতেও থাকবে সূর্যগ্রহণের ছায়া। জ্যোতিষ মতে এই গ্রহণের ফলে ৫টি রাশির ওপর পড়তে পারে অশুভ প্রভাব।

Advertisement
বছরের শেষ সূর্যগ্রহণে সাবধানে থাকার পরামর্শ ৫ রাশিকে, বলছে জ্যোতিষশাস্ত্রপ্রতীকী ছবি
হাইলাইটস
  • কিছুদিন পরেই সূর্যগ্রহণ
  • বিশেষ গুরুত্ব দিচ্ছেন জ্যোতিষীরা
  • জানুন কাদের থাকতে হবে সাবধানে

জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণ (Surya Grahan 2022) ও চন্দ্রগ্রহণকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়। গ্রহনকালে কিছু খাওয়া বা কোনও শুভ কাজ না করার পরামর্শও দেওয়া হয়। আগামী ২৫ অক্টোবর হতে চলেছে চলতি বছরের শেষ সূর্যগ্রহণ (Solar Eclipse 2022)। অর্থাৎ বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে দীপাবলির পরের দিন। তাই সেটিকে আরও গুরুত্ব দিয়ে বিচার করা হচ্ছে। গোবর্ধন পুজোতেও থাকবে সূর্যগ্রহণের ছায়া। জ্যোতিষ মতে এই গ্রহণের ফলে ৫টি রাশির ওপর পড়তে পারে অশুভ প্রভাব।

বৃষ রাশি (Taurus) : জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই সূর্যগ্রহণ বৃষ রাশির জাতকদের জন্য ভাল যাবে না। তাই তাঁদের সাবধান থাকা দরকার। স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়তে পারে। সেক্ষেত্রে স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকুন।

মিথুন রাশি (Gemini) : মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময় চাকরি বা ব্যবসায় পরিবর্তন হতে পারে, যা আদতে ক্ষতি নিয়ে আসবে। তাই যে কোনও সিদ্ধান্ত অত্যন্ত সাবধানে নিন। হতে পারে আর্থিক ক্ষতিও।

কন্যা রাশি (Virgo) : এই সূর্যগ্রহণ কন্যা রাশির জন্য শুভ হবে না। যাঁদের ব্যবসা বিদেশের সঙ্গে জড়িত, তাঁদের এই সময়ে বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত। অন্যথায় বড়সড় ক্ষতি হতে পারে। খরচও বাড়বে।

তুলা রাশি (Libra) : যেহেতু সূর্যগ্রহণের সময় সূর্য তুলা রাশিতে থাকবে, তাই এই গ্রহন তুলা রাশির জাতকদের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। তাঁদের আর্থিক ক্ষতি হতে পারে। নেতিবাচক প্রভাব পড়তে পারে স্বাস্থ্যের ওপরেও।

বৃশ্চিক রাশি (Scorpio) : দীপাবলির পরের দিন হতে চলা এই সূর্যগ্রহণ বৃশ্চিক রাশির জাতকদের জন্যও ক্ষতি ডেকে আনতে পারে। তাঁদের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। এ ছাড়া এই সময় খারাপ কথা বলাও ক্ষতির কারণ হতে পারে। পরিবারে বজায় থাকতে পারে উত্তেজনা। 

Disclaimer : প্রতিবেদনটি সার্বিক গণনার ভিত্তিতে লেখা, ব্যক্তি বিশেষে ফলাফল আলাদা হতে পারে। 

Advertisement

আরও পড়ুনপরবর্তী Leap Year কবে? এই উত্তরগুলি জানলে ইন্টারভিউতে সিওর সাকসেস


 

POST A COMMENT
Advertisement