Surya-Mangal Yuti 2026: ২০২৬ সালে মারাত্মক সমস্যায় পড়বে ৬ রাশি, সূর্য-মঙ্গল মিলে তৈরি করবে বিস্ফোটক যোগ

১৬ ডিসেম্বর সূর্য ধনু রাশিতে প্রবেশ করেছে। সূর্য ধনু রাশিতে প্রবেশ করার পরই মঙ্গলের সঙ্গে তৈরি হয়েছে যুতি। যার ফলে বিস্ফোটক রাজযোগ নির্মাণ হতে চলেছে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, বিস্ফোটক রাজযোগ ২০২৬ সালেও থাকবে। আর এই যোগ কিন্তু খুবই খারাপ। এটিকে অশুভ বলে মনে করা হয়।

Advertisement
২০২৬ সালে মারাত্মক সমস্যায় পড়বে ৬ রাশি, সূর্য-মঙ্গল মিলে তৈরি করবে বিস্ফোটক যোগসূর্য এবং মঙ্গল যুতি
হাইলাইটস
  • ১৬ ডিসেম্বর সূর্য ধনু রাশিতে প্রবেশ করেছে
  • সূর্য ধনু রাশিতে প্রবেশ করার পরই মঙ্গলের সঙ্গে তৈরি হয়েছে যুতি
  • যার ফলে বিস্ফোটক রাজযোগ নির্মাণ হতে চলেছে

১৬ ডিসেম্বর সূর্য ধনু রাশিতে প্রবেশ করেছে। সূর্য ধনু রাশিতে প্রবেশ করার পরই মঙ্গলের সঙ্গে তৈরি হয়েছে যুতি। যার ফলে বিস্ফোটক রাজযোগ নির্মাণ হতে চলেছে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, বিস্ফোটক রাজযোগ ২০২৬ সালেও থাকবে। আর এই যোগ কিন্তু খুবই খারাপ। এটিকে অশুভ বলে মনে করা হয়।

মাথায় রাখতে হবে ২০২৬ সালের জানুয়ারি ছাড়াও মে মাসে আরও একবার তৈরি হবে এই যোগ। যার ফলে একাধিক রাশি সমস্যায় পড়তে পারেন। তাই আর সময় নষ্ট না করে সেই সব রাশি সম্পর্কে বিশদে জেনে নিন।

মেষ রাশি

২০২৬ সালটা খারাপ যেতে পারে মেষ রাশির। এই সময় আপনারা খুব বড় সুযোগ পেতে পারেন। তবে হঠাৎ করে নেওয়া সিদ্ধান্তের জন্য বিপদেও পড়তে পারেন। তাই চাকরি বদল থেকে শুরু করে পার্টনারশিপ করা বা কোনও বড় বিনিয়োগের আগে অবশ্যই একটা চিন্তা করুন। পাশাপাশি প্রয়োজনে নিয়ে ফেলুন বিশেষজ্ঞের পরামর্শ। তারপরই কোনও সিদ্ধান্ত নেবেন।

এই সময় রাগ এবং অহঙ্কারের থেকে দূরে থাকুন। অন্যথায় কোনও কাজ বিগড়ে যেতে পারে। হাত থেকে বেরিয়ে যেতে পারে টাকা। তাই এই সময় সেভিংসের দিকেও মন দিন। তাহলেই সমস্যার থেকে অনেকটাই দূরত্ব বজায় রাখতে পারবেন।

বৃষ রাশি

এই সময়টা বৃষ রাশির জন্যও খারাপ যেতে পারে। সম্পত্তির মামলায় সতর্ক থাকতে হবে। তবে আগামী বছর হঠাৎ করে লাভের মুখও দেখতে পারে। যদিও লোভে পড়ে কোনও ব্যবসা করতে গেলে ভারী ক্ষতি হতে পারে। পাশাপাশি কোনও পারিবারিক সমস্যাতেও তৃতীয় ব্যক্তির কথায় আসবেন না। নইলে বিবাদ বেড়ে যেতে পারে। নিজের কথার দিকে অবশ্যই নজর দিন।

মিথুন রাশি

পরীক্ষার মধ্যে দিয়ে যাবে এই সময়টা। ভুল শব্দ ব্যবহার করবেন না। নইলে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। কোনও কন্ট্র্যাক্ট করার সময় অবশ্যই সাবধান হন। নইলে অর্থনৈতিক সমস্যা হতে পারে।

Advertisement

সিংহ রাশি

বিস্ফোটক রাজযোগের জন্য বেশ কিছু সমস্যা হতে পারে। আপনার অনেকেই বিরোধীতা করতে পারেন। তাই এই সময় কারও উপর চোখ বন্ধ করে ভরসা করবেন না।

বৃশ্চিক রাশি

হঠাৎ করেই বিবাদে পড়তে পারেন। কেরিয়ারে রাজনীতির হতে পারেন শিকার। পিছন থেকে কেউ আঘাত হানতে পারে। এই সময় অর্থের যত্ন নিন।

মকর রাশি

হঠাৎ করেই আপনার ঘাড়ে চেপে যাবে একাধিক দায়িত্ব। আপনি উঁচু পদেও যেতে পারেন। তবে মাথায় স্ট্রেস বাড়বে। তাই নিজে যতটা পারবেন, ঠিক ততটাই দায়িত্ব নিন। তার বেশি নেওয়া চলবে না।

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফকে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

POST A COMMENT
Advertisement