Surya Shukra Yuti: জানুয়ারিতে ৩ রাশি মালামাল হবে, তৈরি হচ্ছে শুক্রাদিত্য রাজযোগ

বৈদিক জ্যোতিষ মতে শুক্র গ্রহ ধন, প্রতিপত্তি, বিলাসিতা ও বৈবাহিক জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আবার অপরদিকে সূর্য হল আত্মবিশ্বাস, মান-সম্মান, প্রতিষ্ঠা, সরকারি ক্ষেত্রে এবং প্রশাসনের প্রতীক। আর এই দুই প্রভাবশালী গ্রহ যখন একসঙ্গে যুতি তৈরি করে, তখন শুক্রাদিত্য রাজযোগ তৈরি হয়। আর জানুয়ারিতে তৈরি হওয়া এই যোগ খুবই শুভ।

Advertisement
জানুয়ারিতে ৩ রাশি মালামাল হবে, তৈরি হচ্ছে শুক্রাদিত্য রাজযোগসূর্য শুক্র যুতি
হাইলাইটস
  • বৈদিক জ্যোতিষ মতে শুক্র গ্রহ ধন, প্রতিপত্তি, বিলাসিতা ও বৈবাহিক জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে
  • অপরদিকে সূর্য হল আত্মবিশ্বাস, মান-সম্মান, প্রতিষ্ঠা, সরকারি ক্ষেত্রে এবং প্রশাসনের প্রতীক
  • এই দুই প্রভাবশালী গ্রহ যখন একসঙ্গে যুতি তৈরি করে, তখন শুক্রাদিত্য রাজযোগ তৈরি হয়

বৈদিক জ্যোতিষ মতে শুক্র গ্রহ ধন, প্রতিপত্তি, বিলাসিতা ও বৈবাহিক জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আবার অপরদিকে সূর্য হল আত্মবিশ্বাস, মান-সম্মান, প্রতিষ্ঠা, সরকারি ক্ষেত্রে এবং প্রশাসনের প্রতীক। আর এই দুই প্রভাবশালী গ্রহ যখন একসঙ্গে যুতি তৈরি করে, তখন শুক্রাদিত্য রাজযোগ তৈরি হয়। আর জানুয়ারিতে তৈরি হওয়া এই যোগ খুবই শুভ।

আসলে এইবার শুক্র এবং সূর্য দুইই মকর রাশিতে গোচর করবে। যার ফলে শক্তিশালী রাজযোগ তৈরি হবে। এর প্রভাব কিছু রাশির জীবনে আসবে ইতিবাচক প্রভাব। তাঁরা ভাল ফল পাবেন। জীবনে উন্নতি হবে। বিশেষত, চাকরি, ব্যবসা, ধনসম্পত্তি ও পারিবারিক ক্ষেত্রে বিশেষ লাভ মিলবে।

এখন প্রশ্ন হল, কোন কোন রাশির ভাল সময় যেতে পারে এই রাজযোগের কারণে? জেনে নিন।

ধনু রাশি

এই সময়টা দারুণ যাবে ধনু রাশির। শুক্রাদিত্য রাজযোগের প্রভাব তারা পাবেন। এই সময় আপনাদের আর্থিক স্থিতি আরও মজবুত হবে। শুধু তাই নয়, অন্যের থেকে প্রাপ্য অর্থ এই সময় ফেরত পেতে পারেন। আয়ের নতুন ক্ষেত্র তৈরি হবে। যাঁরা চাকরি করছেন, এই সময় তাঁদের পদোন্নতি হবে। ব্যবসায় লাভ হবে। ভাল চুক্তি করতে পারবেন। ব্যবসা বাড়তে পরে। এছাড়া এই সময় আপনার কথা মানুষ শুনবেন। পরিবার এবং সামাজিক জীবনে বাড়বে সম্মান। পারিবারিক জীবনে শান্তি আসবে।

মীন রাশি

এই যোগ মীন রাশির জীবনেও ইতিবাচক বদল আনবে। এই সময় আপনাদের ইচ্ছে পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, কেরিয়ারেও উন্নতি হবে নিশ্চিত। নতুন চাকরি পেতে পারেন। ভাল অফার আসতে পারে। ব্যবসায় দারুণ মুনাফা হওয়ার রয়েছে সম্ভাবনা।

এছাড়া এই সময় আপনি বড় নেটওয়ার্কের সঙ্গে জুড়ে যেতে পারেন। যার ইতিবাচক ফল পাবেন। পাশাপাশি বন্ধুরা এই সময় সাহায্য করবে। অর্থ কষ্ট দূর হবে। টাকা আসবে হাতে।

তুলা রাশি

এই রাজযোগ জীবনে সুখ-সুবিধা এনে দেবে তুলা রাশির জীবনে। ঘরবাড়ি, গাড়ি কিনতে পারেন। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। শুধু তাই নয়, জীবনে ভারসাম্য বজায় থাকবে

Advertisement

এই সময় চাকরিতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ের আশীর্বাদে জীবনে এগিয়ে যাবেন। পাশাপাশি মানসিক ভারসাম্য ফিরবে। সুখ ধরা দেবে জীবনে। তাই এখন থেকেই ভাল সময়ের জন্য তৈরি হয়ে যান।

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফকে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

POST A COMMENT
Advertisement