Jupiter Transit Astrology: সুখ-সম্পদ লাফিয়ে বাড়বে, বৃহস্পতির কেরামতিতে ভাগ্য তুঙ্গে থাকবে ৩ রাশির

জ্যোতিষ মতে, অবস্থান বদলাচ্ছে বৃহস্পতি। আগামী ১৬ এপ্রিল কৃতিকা নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি। এর নানা প্রভাব পড়বে বিভিন্ন রাশির জাতকদের জীবনে। বিশেষ করে, ৩ রাশির ভাগ্যের চাকা ঘুরবে। সব দিকে সফল হবেন এই রাশির জাতকরা। জেনে নিন, কোন ৩ রাশির জাতকদের কপাল খুলবে...

Advertisement
সুখ-সম্পদ লাফিয়ে বাড়বে, বৃহস্পতির কেরামতিতে ভাগ্য তুঙ্গে থাকবে ৩ রাশির ভাগ্যোদয় হবে ৩ রাশির।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, অবস্থান বদলাচ্ছে বৃহস্পতি।
  • আগামী ১৬ এপ্রিল কৃতিকা নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি।
  • নানা প্রভাব পড়বে বিভিন্ন রাশির জাতকদের জীবনে।

জ্যোতিষ মতে, অবস্থান বদলাচ্ছে বৃহস্পতি। আগামী ১৬ এপ্রিল কৃতিকা নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি। এর নানা প্রভাব পড়বে বিভিন্ন রাশির জাতকদের জীবনে। বিশেষ করে, ৩ রাশির ভাগ্যের চাকা ঘুরবে। সব দিকে সফল হবেন এই রাশির জাতকরা। জেনে নিন, কোন ৩ রাশির জাতকদের কপাল খুলবে...

কর্কট রাশি (Cancer): 

বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনের শুভ প্রভাব পড়বে কর্কট রাশির জাতকদের জীবনে। কর্মক্ষেত্রে পদোন্নতি হবে। আয় বাড়বে। স্বপ্ন পূরণ হবে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। 

ধনু রাশি (Sagittarius):
 কৃতিকা নক্ষত্রে বৃহস্পতির প্রবেশে লাভবান হবেন ধনু রাশির জাতকরা। ধনলাভ হবে। সমাজে সুনাম বাড়বে। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। পরীক্ষার্থীদের জন্য ভাল সময়। 

মিথুন রাশি (Gemini): 
 কপাল খুলবে মিথুন রাশির জাতকদের। সুখ-সম্পদে ভরবে জীবন। কেরিয়ারে দারুণ উন্নতি হবে। সব কাজে সফল হবেন। বিদেশ যাত্রার সুযোগ রয়েছে। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে শুভ যোগ তৈরি হতে চলেছে। সূর্য এবং বৃহস্পতির যুতি হবে। অন্য দিকে, বুধ এবং শুক্রেরও যুতি হবে। যার ফলে তৈরি হবে লক্ষ্মী নারায়ণ যোগ। এই শুভ যোগের প্রভাবে ৫ রাশির জাতকদের জীবনে আসবে বিরাট পরিবর্তন। সুখ-ধনলাভে ভরবে সিংহ, বৃষ, মিথুন, মকর, বৃশ্চিক রাশির জাতকদের। এই মুহূর্তে মেষ রাশিতে অস্ত এবং বক্রী অবস্থায় রয়েছে বুধ। ৯ এপ্রিল মীন রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। ওই দিনই নক্ষত্র পরিবর্তন করতে  চলেছে বুধ। রেবতী নক্ষত্রে প্রবেশ করবে বুধ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রেবতী নক্ষত্রে বুধের প্রবেশের ফলে কপাল খুলবে ধনু, মিথুন, বৃষ, কন্যা রাশির জাতকদের। 

POST A COMMENT
Advertisement