Mars-Venus Astrology 2024: সুখের দিন আসছে, দুই শুভ যোগে বিরাট উন্নতি ৩ রাশির

জ্যোতিষ মতে, আগামী সপ্তাহে মীন রাশিতে তৈরি চতুর্গ্রহী যোগ। ওই রাশিতে অবস্থান করবে মঙ্গল, রাহু, বুধ এবং শুক্র। অন্য দিকে, আগামী সপ্তাহে রাশি বদলাবে শুক্র। যার ফলে তৈরি হবে গজলক্ষ্মী রাজযোগ। এই দুই শুভ যোগের প্রভাবে বিরাট উন্নতি হবে ৩ রাশির জাতকদের। জেনে নিন...

Advertisement
সুখের দিন আসছে, দুই শুভ যোগে বিরাট উন্নতি ৩ রাশিরভাগ্য বদলাবে ৩ রাশির।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, আগামী সপ্তাহে মীন রাশিতে তৈরি চতুর্গ্রহী যোগ।
  • ওই রাশিতে অবস্থান করবে মঙ্গল, রাহু, বুধ এবং শুক্র।
  • আগামী সপ্তাহে রাশি বদলাবে শুক্র।

জ্যোতিষ মতে, আগামী সপ্তাহে মীন রাশিতে তৈরি চতুর্গ্রহী যোগ। ওই রাশিতে অবস্থান করবে মঙ্গল, রাহু, বুধ এবং শুক্র। অন্য দিকে, আগামী সপ্তাহে রাশি বদলাবে শুক্র। যার ফলে তৈরি হবে গজলক্ষ্মী রাজযোগ। এই দুই শুভ যোগের প্রভাবে বিরাট উন্নতি হবে ৩ রাশির জাতকদের। জেনে নিন...


বৃশ্চিক রাশি (Scorpio): 
ভাগ্যোদয় হবে বৃশ্চিক রাশির জাতকদের। চাকরিতে দারুণ উন্নতি হবে। দীর্ঘদিনের কোনও ইচ্ছেপূরণ হতে পারে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। দাম্পত্য জীবন মধুর হবে। 

বৃষ রাশি (Taurus): 
 লাভবান হবেন বৃষ রাশির জাতকরা। কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে। পরিবারে সুখ-সমৃদ্ধি আসবে। 
ব্যবসায়ীদের জন্য ভাল সময়। সব কাজে সফল হবেন। 

মিথুন রাশি (Gemini): 
কপাল খুলতে পারে মিথুন রাশির জাতকদের। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। আয় বাড়বে। সমাজে সুনাম বাড়বে এই সময়। দাম্পত্য জীবন মধুর হবে।

অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ২৩ এপ্রিল হনুমান জয়ন্তীর দিন রাশি পরিবর্তন করবে মঙ্গল। মঙ্গলের অবস্থান বদলে নানা শুভ প্রভাব পড়বে বিশেষ করে ৩ রাশির জাতকদের জীবনে। ভাগ্যের চাকা ঘুরবে মেষ, মিথুন এবং কর্কট রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ২৫ এপ্রিল রাতে মেষ রাশিতে গোচর করবে শুক্র। এই গ্রহের গোচরে দারুণ লাভ হবে ৫ রাশির জাতকদের জীবনে। অর্থলাভের সুযোগ যেমন রয়েছে, তেমনই কর্মক্ষেত্রে উন্নতি হবে। লাভবান হবেন কর্কট, মেষ, সিংহ, ধনু এবং তুলা রাশির জাতকরা। 

POST A COMMENT
Advertisement