Mars And Saturn Astrology: দারুণ উন্নতি, দুই গ্রহের মিলনে সুখ বাড়বে ৩ রাশির

জ্যোতিষ মতে, বর্তমানে ,কুম্ভ রাশিতে ভ্রমণ করছে মঙ্গল এবং শনি। ফলে দুই গ্রহের যুতি তৈরি হবে। আগামী ২৩ এপ্রিল পর্যন্ত এই দুই গ্রহের যুতি থাকবে। যার ফলে শুভ প্রভাব পড়বে ৩ রাশির জাতকদের জীবনে। জেনে নিন, কোন ৩ রাশির জাতকদের ভাগ্য খুলবে...

Advertisement
দারুণ উন্নতি, দুই গ্রহের মিলনে সুখ বাড়বে ৩ রাশির দুই গ্রহের মিলনে ভাগ্যবান ৩ রাশি।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, বর্তমানে ,কুম্ভ রাশিতে ভ্রমণ করছে মঙ্গল এবং শনি।
  • ফলে দুই গ্রহের যুতি তৈরি হবে।
  • আগামী ২৩ এপ্রিল পর্যন্ত এই দুই গ্রহের যুতি থাকবে।

জ্যোতিষ মতে, বর্তমানে ,কুম্ভ রাশিতে ভ্রমণ করছে মঙ্গল এবং শনি। ফলে দুই গ্রহের যুতি তৈরি হবে। আগামী ২৩ এপ্রিল পর্যন্ত এই দুই গ্রহের যুতি থাকবে। যার ফলে শুভ প্রভাব পড়বে ৩ রাশির জাতকদের জীবনে। জেনে নিন, কোন ৩ রাশির জাতকদের ভাগ্য খুলবে...


মেষ রাশি (Aries): 
ভাগ্য চমকাবে মেষ রাশির জাতকদের। কর্মক্ষেত্রে দারুণ উন্নতির যোগ রয়েছে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। 

সিংহ রাশি (Leo): 
 কপাল খুলবে সিংহ রাশির জাতকদের। কেরিয়ারে সাফল্য পাবেন। তবে কঠোর পরিশ্রম করলেই সাফল্য মিলবে। দীর্ঘদিনের কোনও ইচ্ছে পূরণ হতে পারে। 

মকর রাশি (Capricorn): 
লাভবান হবেন মকর রাশির জাতকরা। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, চলতি মাসে রাশি বদলাবে শুক্র। আগামী ২৪ এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। মেষ রাশিতে শুক্রের গোচরের ফলে লাভের মুখ দেখবেন মেষ, সিংহ, তুলা, মিথুন, মকর রাশির জাতকরা। জ্যোতিষ মতে, চলতি মাসে রাশি পরিবর্তন করবে মঙ্গল। আগামী ২৩ এপ্রিল সকালে মীন রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। যার ফলে শুভ প্রভাব পড়বে ৫ রাশির জাতকদের জীবনে। কোনও রাশির জাতকদের কেরিয়ারে উন্নতি হবে। আবার কেউ অর্থলাভ করতে পারেন। কর্কট, মেষ, মিথুন, ধনু, বৃশ্চিক রাশির জাতকদের ভাগ্যের চাকা ঘুরবে।

POST A COMMENT
Advertisement