Jupiter-Venus May Horoscope: আয় বাড়বে, দারুণ উন্নতি, দুই গ্রহের মিলনে সোনালি সময় ৩ রাশির

জ্যোতিষ মতে, আগামী ১৯ মে গোচর করবে শুক্র। বৃষ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। এর জেরে বৃহস্পতির সঙ্গে মিলন হবে শুক্রের। দুই গ্রহের মিলনের প্রভাবে ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির জাতকদের জীবনে। জেনে নিন...

Advertisement
আয় বাড়বে, দারুণ উন্নতি, দুই গ্রহের মিলনে সোনালি সময় ৩ রাশির ভাগ্য খুলবে ৩ রাশির জাতকদের।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, আগামী ১৯ মে গোচর করবে শুক্র।
  • বৃষ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ।
  • এর জেরে বৃহস্পতির সঙ্গে মিলন হবে শুক্রের।

জ্যোতিষ মতে, আগামী ১৯ মে গোচর করবে শুক্র। বৃষ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। এর জেরে বৃহস্পতির সঙ্গে মিলন হবে শুক্রের। দুই গ্রহের মিলনের প্রভাবে ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির জাতকদের জীবনে। জেনে নিন...

কর্কট রাশি (Cancer): 

বৃহস্পতি এবং শুক্রের মিলনে কর্কট রাশির জাতকদের জীবন সোনায় মুড়বে। চাকরিতে পদোন্নতি হতে পারে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। ব্যবসায় বিরাট উন্নতির সুযোগ রয়েছে। 

বৃষ রাশি (Taurus): 

সুখ আসবে বৃষ রাশির জাতকদের জীবনে। ধনলাভের সুযোগ রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সময় কাটবে। বাইরে কোথাও বেড়াতে যেতে পারেন। ব্যবসায় লাভবান হবেন। 


বৃশ্চিক রাশি (Scorpio): 

ভাগ্যের চাকা ঘুরবে বৃশ্চিক রাশির জাতকদের। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। নতুন চাকরি পেতে পারেন। দাম্পত্য জীবন মধুর হবে। 


অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী মাস, অর্থাৎ জুন মাসেই উদিত হবে বৃহস্পতি। গুরু গোচরের শুভ প্রভাব পড়বে বিভিন্ন রাশির জাতকদের জীবনে। বিশেষ করে উপকৃত হবেন বৃষ, সিংহ এবং কর্কট রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ৩১ মে রাশি বদলাবে বুধ। বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে এই গ্রহ। বুধের গোচরে বিশেষ করে কপাল খুলবে কর্কট, বৃষ এবং মিথুন রাশির জাতকরা। 
 

POST A COMMENT
Advertisement