Shani Vakri Horoscope: সুখের জোয়ার আসছে, শনির কেরামতিতে বিরাট লাভ ৩ রাশির

জ্যোতিষ মতে, আগামী ২৯ জুন কুম্ভ রাশিতে বক্রি হতে চলেছে শনি। এর প্রভাবে জীবন বদলাবে ৩ রাশির জাতকদের। কোনও রাশির জাতকদের অর্থলাভ হবে, আবার কোনও রাশির জাতকদের কর্মক্ষেত্রে দারুণ উন্নতি হবে। জেনে নিন, কোন ৩ রাশির জাতকদের ভাগ্য খুলবে...

Advertisement
সুখের জোয়ার আসছে, শনির কেরামতিতে বিরাট লাভ ৩ রাশিরশনির কৃপায় দারুণ উন্নতি।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, আগামী ২৯ জুন কুম্ভ রাশিতে বক্রি হতে চলেছে শনি।
  • এর প্রভাবে জীবন বদলাবে ৩ রাশির জাতকদের।
  • কোনও রাশির জাতকদের অর্থলাভ হবে>

জ্যোতিষ মতে, আগামী ২৯ জুন কুম্ভ রাশিতে বক্রি হতে চলেছে শনি। এর প্রভাবে জীবন বদলাবে ৩ রাশির জাতকদের। কোনও রাশির জাতকদের অর্থলাভ হবে, আবার কোনও রাশির জাতকদের কর্মক্ষেত্রে দারুণ উন্নতি হবে। জেনে নিন, কোন ৩ রাশির জাতকদের ভাগ্য খুলবে...


মেষ রাশি (Aries): 

কপাল খুলতে পারে মেষ রাশির জাতকদের। আয় বাড়বে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। দাম্পত্য জীবন মধুর হবে। পড়ুয়ারা লাভবান হবে। 

মিথুন রাশি (Gemini): 
ভাগ্য খুলবে মিথুন রাশির জাতকদের। ধনলাভের সুযোগ রয়েছে। চাকরিতে পদোন্নতি হতে পারে। দীর্ঘদিনের কোনও ইচ্ছেপূরণ হবে। ব্যবসায় সাফল্য পাবেন। 

মকর রাশি (Capricorn): 
 শনির কৃপায় ভাগ্যোদয় হবে মকর রাশির জাতকদের। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। অর্থলাভ হবে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। 


অন্য দিকে, জ্যোতিষ মতে ১২ বছর পর বৃহস্পতির কুবের রাজযোগে মালামাল হবেন ৩ রাশির জাতকরা। লাভবান হবেন মেষ, সিংহ এবং কর্কট রাশির জাতকরা। বুধবার থেকে শুরু হচ্ছে নতুন মাস। জ্যোতিষ মতে, মে মাস খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিভিন্ন রাশির জাতকদের জীবনে। এই মাসে একাধিক শুভ যোগ তৈরি হবে। আবার কিছু গ্রহের রাশি পরিবর্তনও হবে। যার ফলে বিশেষ করে কেরিয়ারে অভাবনীয় উন্নতি হবে বৃষ, তুলা এবং কর্কট রাশির জাতকদের। 
 

POST A COMMENT
Advertisement