Mars Transit Astrology: সুখ উপচে পড়বে, মঙ্গলের জাদুতে রাজার রাজা ৩ রাশি

জ্যোতিষ মতে, এপ্রিলের শেষ সপ্তাহে রাশি বদলাবে মঙ্গল। ২৩ এপ্রিল মীন রাশিতে প্রবেশ করবে মঙ্গল। এর প্রভাবে ৩ রাশির জাতকদের কপাল খুলছে। কোনও রাশির জাতকদের অর্থলাভ হতে পারে। আবার কোনও রাশির জাতকদের ঘরে সুখ-সমৃদ্ধি আসবে। জেনে নিন, কোন ৩ রাশির ভাগ্য খুলছে...

Advertisement
 সুখ উপচে পড়বে, মঙ্গলের জাদুতে রাজার রাজা ৩ রাশিমঙ্গলের কৃপায় ভাগ্য বদল।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, এপ্রিলের শেষ সপ্তাহে রাশি বদলাবে মঙ্গল।
  • ২৩ এপ্রিল মীন রাশিতে প্রবেশ করবে মঙ্গল।
  • এর প্রভাবে ৩ রাশির জাতকদের কপাল খুলছে।

জ্যোতিষ মতে, এপ্রিলের শেষ সপ্তাহে রাশি বদলাবে মঙ্গল। ২৩ এপ্রিল মীন রাশিতে প্রবেশ করবে মঙ্গল। এর প্রভাবে ৩ রাশির জাতকদের কপাল খুলছে। কোনও রাশির জাতকদের অর্থলাভ হতে পারে। আবার কোনও রাশির জাতকদের ঘরে সুখ-সমৃদ্ধি আসবে। জেনে নিন, কোন ৩ রাশির ভাগ্য খুলছে...

বৃষ রাশি (Taurus): 

জ্যোতিষ মতে, মঙ্গলের কৃপায় ভাগ্যোদয় হবে বৃষ রাশির জাতকদের। কর্মক্ষেত্রে উন্নতি হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। 

কন্যা রাশি (Virgo): 
 লাভবান হবেন কন্যা রাশির জাতকরা। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে। দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হতে পারে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। 

মেষ রাশি (Aries): 
 ভাগ্যের চাকা ঘুরবে মেষ রাশির জাতকদের। চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। অর্থলাভ হবে। দাম্পত্য জীবন মধুর হবে। পরীক্ষার্থীদের জন্য ভাল সময়। 


অন্য দিকে, আজ পালিত হচ্ছে রাম নবমী। জ্যোতিষ মতে, এই দিনটি খুবই পবিত্র। পাশাপাশি, আজ বাসন্তী পুজোর নবমী। এই দিনে তৈরি হবে গজকেশরী যোগ। যার প্রভাবে কপাল খুলবে ৩ রাশির জাতকদের। অর্থালাভের সুযোগ রয়েছে। পাশাপাশি সুখ-শান্তি বজায় থাকবে। লাভবান হবেন কর্কট, তুলা এবং মেষ রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ২৪ এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করবে শুক্র। তবে তার আগে বর্তমানে মীন রাশিতে রয়েছে শুক্র। সেখানে তৈরি হয়েছে মালব্য রাজযোগ। যার শুভ প্রভাবে ভাগ্য বদলাবে বৃষ, তুলা, সিংহ রাশির জাতকদের। 

POST A COMMENT
Advertisement