Dhan Shakti Yog 2024: হু হু করে টাকা বাড়বে, ধনশক্তি যোগে বিরাট উন্নতি ৩ রাশির

জ্যোতিষ মতে, ধনশক্তি যোগ অত্যন্ত শুভ। এই যোগের প্রভাবে তিন রাশির জাতকদের জীবনে আসছে সুখের জোয়ার। কোনও রাশির জাতকরা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। আবার কোনও রাশির জাতকরা সম্পদ লাভ করতে পারেন। তা হলে জেনে নিন, কোন রাশির জাতকরা লাভবান হবেন...

Advertisement
হু হু করে টাকা বাড়বে, ধনশক্তি যোগে বিরাট উন্নতি ৩ রাশির ধনশক্তি যোগে বাম্পার লাভ ৩ রাশির।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, এই মুহূর্তে কুম্ভ রাশিতে রয়েছে শুক্র গ্রহ।
  • এই মুহূর্তে কুম্ভ রাশিতে মঙ্গল এবং শুক্র রয়েছে।
  • এই দুই গ্রহের যুতিতে তৈরি হয়েছে ধনশক্তি যোগ। 

জ্যোতিষ মতে, এই মুহূর্তে কুম্ভ রাশিতে রয়েছে শুক্র গ্রহ। মনে করা হয়,সুখ, সম্পদের কারক গ্রহ হল শুক্র। ফলে শুক্রের অবস্থান কী, তার উপর আমাদের ভাগ্য নির্ভর করে। অন্যদিকে, গতকাল কুম্ভ রাশিতে প্রবেশ করেছে মঙ্গল। মনে করা হয়, মঙ্গলর হল বীরত্ব, সাহসের প্রতীক। ফলে এই মুহূর্তে কুম্ভ রাশিতে মঙ্গল এবং শুক্র রয়েছে। এই দুই গ্রহের যুতিতে তৈরি হয়েছে ধনশক্তি যোগ। 

জ্যোতিষ মতে, ধনশক্তি যোগ অত্যন্ত শুভ। এই যোগের প্রভাবে তিন রাশির জাতকদের জীবনে আসছে সুখের জোয়ার। কোনও রাশির জাতকরা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। আবার কোনও রাশির জাতকরা সম্পদ লাভ করতে পারেন। তা হলে জেনে নিন, কোন রাশির জাতকরা লাভবান হবেন...

মেষ রাশি (Aries): 

ধনশক্তি যোগের শুভ প্রভাব পড়তে চলেছে মেষ রাশির জাতকদের জীবনে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। আয় বাড়বে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। বিনিয়োগ করলে লাভবান হবেন। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। 


মিথুন রাশি (Gemini): 

কপাল খুলতে পারে মিথুন রাশির জাতকদের। ব্যবসায়ীরা লাভবান হবেন। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। পদোন্নতি পেতে পারেন। ভ্রমণের যোগ রয়েছে। 
সম্পদ লাভ করতে পারেন। 

কুম্ভ রাশি (Aquarius):


 ধনশক্তি যোগের শুভ প্রভাবে কপাল খুলতে পারে কুম্ভ রাশির জাতকদের। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। সম্পত্তি লাভ করতে পারেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। লাভের মুখ দেখবেন ব্যবসায়ীরা। চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। 


অন্য দিকে, ১ মে মাসে ১২ বছর পর বৃষ রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি। বৃষ রাশিতে বৃহস্পতির গমনের প্রভাবে ভাগ্যের চাকা ঘুরবে চার রাশির জাতকদের। কোনও রাশির জাতকদের কর্মক্ষেত্রে উন্নতি হবে। লাভবান হবেন মেষ, কর্কট, সিংহ এবং কন্যা রাশির জাতকরা। 
 

POST A COMMENT
Advertisement