Guru Gochar Astrology: সুখ-সম্পদ বাড়বে, বৃহস্পতির কৃপায় টাকার গদিতে ৩ রাশি

জ্যোতিষ মতে, নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে বিভিন্ন গ্রহ। গ্রহের এই অবস্থান বদলের নানা প্রভাব পড়ে ১২টি রাশির জাতকদের জীবনে। চলতি মাসে অবস্থান পরিবর্তন করবে বৃহস্পতি। ১৬ এপ্রিল কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে দেবগুরু। এর প্রভাবে ধন-দৌলতে ভরবে ৩ রাশির জাতকদের জীবনে। জেনে নিন, কোন রাশির জাতকদের জীবনে আসছে সুখের দিন...

Advertisement
সুখ-সম্পদ বাড়বে, বৃহস্পতির কৃপায় টাকার গদিতে ৩ রাশি কপাল খুলবে ৩ রাশির।
হাইলাইটস
  • চলতি মাসে অবস্থান পরিবর্তন করবে বৃহস্পতি।
  • ১৬ এপ্রিল কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে দেবগুরু।
  • এর প্রভাবে ধন-দৌলতে ভরবে ৩ রাশির জাতকদের জীবনে।

জ্যোতিষ মতে, নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে বিভিন্ন গ্রহ। গ্রহের এই অবস্থান বদলের নানা প্রভাব পড়ে ১২টি রাশির জাতকদের জীবনে। চলতি মাসে অবস্থান পরিবর্তন করবে বৃহস্পতি। ১৬ এপ্রিল কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে দেবগুরু। এর প্রভাবে ধন-দৌলতে ভরবে ৩ রাশির জাতকদের জীবনে। জেনে নিন, কোন রাশির জাতকদের জীবনে আসছে সুখের দিন...

মিথুন রাশি (Gemini): 
 
বৃহস্পতির কৃপায় ভাগ্যোদয় হবে মিথুন রাশির জাতকদের। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। আয় বাড়বে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। ব্যবসায়ীরা লাভবান হবেন। 

ধনু রাশি (Sagittarius): 
 সুসময় আসছে ধনু রাশির জাতকদের। বৃহস্পতির কৃতিরা নক্ষত্রে প্রবেশের কারণে সব বাধা কাটবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। দীর্ঘদিনের কোনও ইচ্ছেপূরণ হবে। 

মেষ রাশি (Aries): 

লাভবান হবেন মেষ রাশির জাতকরা। অর্থলাভ হবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। বিয়ের প্রস্তাব আসতে পারে। ব্যবসায়ীদের উন্নতির যোগ রয়েছে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। 

জ্যোতিষ মতে, এই মুহূর্তে মেষ রাশিতে অস্ত এবং বক্রী অবস্থায় রয়েছে বুধ। ৯ এপ্রিল মীন রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। ওই দিনই নক্ষত্র পরিবর্তন করতে  চলেছে বুধ। রেবতী নক্ষত্রে প্রবেশ করবে বুধ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রেবতী নক্ষত্রে বুধের প্রবেশের ফলে কপাল খুলবে ধনু, মিথুন, বৃষ, কন্যা রাশির জাতকদের।

POST A COMMENT
Advertisement