Jupiter Transit 2024: গোছা টাকা আসবে হাতে, বৃহস্পতির কৃপায় শুভ সময় ৩ রাশির

জ্যোতিষ মতে, যে কোনও গ্রহের রাশি পরিবর্তন খুবই উল্লেখযোগ্য ঘটনা। এর নানা প্রভাব পড়ে বিভিন্ন রাশির জাতকদের জীবনে। আগামী ১ মে বৃষ রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি। তারপরে ১৪ মে মিথুন রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। এর ফলে ৩ রাশির জাতকদের ভাগ্য খুলবে। জেনে নিন...

Advertisement
গোছা টাকা আসবে হাতে, বৃহস্পতির কৃপায় শুভ সময় ৩ রাশির ভাগ্যোদয় হবে ৩ রাশির।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, যে কোনও গ্রহের রাশি পরিবর্তন খুবই উল্লেখযোগ্য ঘটনা।
  • এর নানা প্রভাব পড়ে বিভিন্ন রাশির জাতকদের জীবনে।
  • ৩ রাশির জাতকদের ভাগ্য খুলবে।

জ্যোতিষ মতে, যে কোনও গ্রহের রাশি পরিবর্তন খুবই উল্লেখযোগ্য ঘটনা। এর নানা প্রভাব পড়ে বিভিন্ন রাশির জাতকদের জীবনে। আগামী ১ মে বৃষ রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি। তারপরে ১৪ মে মিথুন রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। এর ফলে ৩ রাশির জাতকদের ভাগ্য খুলবে। জেনে নিন...

মেষ রাশি (Aries): 
 বৃহস্পতির গোচরে কপাল খুলবে মেষ রাশির জাতকদের। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। ধনলাভ হবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। 

সিংহ রাশি (Leo): 
লাভবান হবেন সিংহ রাশির জাতকরা। চাকরিতে সাফল্য পাবেন। সব বাধা কেটে যাবে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। দাম্পত্য জীবন মধুর হবে। 

কর্কট রাশি (Cancer): 
ভাগ্যোদয় হবে কর্কট রাশির জাতকদের। এই সময় আয় বাড়বে। দীর্ঘদিনের কোনও ইচ্ছে পূরণ হতে পারে। অর্থলাভ হবে। পরীক্ষার্থীদের জন্য ভাল সময়। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, বর্তমানে ,কুম্ভ রাশিতে ভ্রমণ করছে মঙ্গল এবং শনি। ফলে দুই গ্রহের যুতি তৈরি হবে। আগামী ২৩ এপ্রিল পর্যন্ত এই দুই গ্রহের যুতি থাকবে। যার ফলে শুভ প্রভাব পড়বে মেষ, সিংহ এবং মকর রাশির জাতকদের। 

POST A COMMENT
Advertisement