Rahu Budh Yuti: ধনলাভ হবে, সুখ উপচে পড়বে, ২ গ্রহের মহামিলনে লাকি ৩ রাশি

জ্যোতিষ মতে, এপ্রিল মাসে একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে। যার প্রভাবে জীবন বদলাবে বিভিন্ন রাশির জাতকদের। আগামী ৯ এপ্রিল মীন রাশিতে প্রবেশ করবে বুধ। সেখানে রয়েছে রাহু। ফলে বুধ এবং রাহুর মিলন ঘটবে। এর প্রভাবে ৩ রাশির জাতকদের জীবনে আসছে সুখের দিন। জেনে নিন, কোন ৩ রাশির জাতকদের ভাগ্য বদলাবে...

Advertisement
ধনলাভ হবে, সুখ উপচে পড়বে, ২ গ্রহের মহামিলনে লাকি ৩ রাশিদুই গ্রহের মিলনে লাভবান ৩ রাশি।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, এপ্রিল মাসে একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে।
  • যার প্রভাবে জীবন বদলাবে বিভিন্ন রাশির জাতকদের।
  • বুধ এবং রাহুর মিলন ঘটবে।

জ্যোতিষ মতে, এপ্রিল মাসে একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে। যার প্রভাবে জীবন বদলাবে বিভিন্ন রাশির জাতকদের। আগামী ৯ এপ্রিল মীন রাশিতে প্রবেশ করবে বুধ। সেখানে রয়েছে রাহু। ফলে বুধ এবং রাহুর মিলন ঘটবে। এর প্রভাবে ৩ রাশির জাতকদের জীবনে আসছে সুখের দিন। জেনে নিন, কোন ৩ রাশির জাতকদের ভাগ্য বদলাবে...

কর্কট রাশি (Cancer): 

রাহু এবং বুধের মিলনে ভাগ্য চমকাবে কর্কট রাশির জাতকদের। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। চাকরিতে সাফল্য পাবেন। পড়ুয়াদের উন্নতির যোগ রয়েছে। আয় বাড়বে। ব্যবসায় লাভবান হবেন। 

কুম্ভ রাশি (Aquarius):
 কপাল খুলতে পারে কুম্ভ রাশির জাতকদের। ধনলাভ হবে এই রাশির জাতকদের। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। গাড়ি-বাড়ি কিনতে পারেন এই সময়। 

ধনু রাশি (Sagittarius):
দুই গ্রহের মহামিলনে সুখের দিন ধনু রাশির জাতকদের। চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। সব কাজে সাফল্য পাবেন। আয় বাড়বে। ঘরে সুখ-সমৃদ্ধি আসবে। কোনও সুখবর পেতে পারেন। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, এপ্রিল মাসে দারুণ উন্নতি হবে কয়েকটি রাশির জাতকদের জীবনে। চলতি মাসে ২টি রাজযোগ তৈরি হচ্ছে। এপ্রিলের প্রথম সপ্তাহেই সূর্য এবং বুধের মিলনে মীন রাশিতে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। অন্য দিকে, মীন রাশিতে শুক্র এবং বুধের মিলনে তৈরি হবে লক্ষ্মী নারায়ণ যোগ। এই দুই যোগের শুভ প্রভাবে সাফল্যের চূড়ায় উঠবেন মেষ, বৃশ্চিক, সিংহ, কন্যা, মীন রাশির জাতকরা।  জ্য়োতিষ মতে, এপ্রিল মাসে মঙ্গল, বুধ, সূর্য, শুক্রের রাশিচক্রে বদল আসবে। যার প্রভাবে ৫ রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তন আসবে। মিথুন, বৃষ, মকর, ধনু, মীন রাশির জাতকদের কপাল খুলবে।
 

POST A COMMENT
Advertisement