Surya and Budh Astrology: আসছে সুখের দিন, সূর্য-বুধের কেরামতিতে ভাগ্য চমকাবে ৩ রাশির

জ্যোতিষ মতে, এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ মেষ রাশিতে প্রবেশ করবে সূর্য। সেখানে বৃহস্পতির সঙ্গে যুতি তৈরি হবে। অন্য দিকে, ১৯ এপ্রিল মীন রাশিতে বুধের উদয় হবে। সেখানে রাহু এবং শুক্রের সঙ্গে বুধের যুতি তৈরি হচ্ছে। যার ফলে ৩ রাশির জীবনে আসছে সোনালি দিন। জেনে নিন, কোন ৩ রাশির জাতকদের ভাগ্য খুলবে...

Advertisement
আসছে সুখের দিন, সূর্য-বুধের কেরামতিতে ভাগ্য চমকাবে ৩ রাশিরভাগ্য খুলবে ৩ রাশির।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ মেষ রাশিতে প্রবেশ করবে সূর্য।
  • সেখানে বৃহস্পতির সঙ্গে যুতি তৈরি হবে।
  • অন্য দিকে, ১৯ এপ্রিল মীন রাশিতে বুধের উদয় হবে।

জ্যোতিষ মতে, এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ মেষ রাশিতে প্রবেশ করবে সূর্য। সেখানে বৃহস্পতির সঙ্গে যুতি তৈরি হবে। অন্য দিকে, ১৯ এপ্রিল মীন রাশিতে বুধের উদয় হবে। সেখানে রাহু এবং শুক্রের সঙ্গে বুধের যুতি তৈরি হচ্ছে। যার ফলে ৩ রাশির জীবনে আসছে সোনালি দিন। জেনে নিন, কোন ৩ রাশির জাতকদের ভাগ্য খুলবে...


বৃষ রাশি (Taurus): 
 ভাগ্য খুলবে বৃষ রাশির জাতকদের। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। সব কাজে সাফল্য পাবেন। ব্যবসায়ীরা লাভবান হবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। ঘরে সুখ-সমৃদ্ধি আসবে। 

সিংহ রাশি (Leo): 
 কপাল খুলবে সিংহ রাশির জাতকদের। এপ্রিলের তৃতীয় সপ্তাহে সুখ বাড়বে এই রাশির জাতকদের জীবনে। কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে। ব্যবসায়ীরা সফল হবেন। 

তুলা রাশি (Libra): 
 এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহটি ভাল কাটবে তুলা রাশির জাতকদের। সব কাজে সাফল্য আসবে। ধনলাভ হতে পারে। দীর্ঘদিনের কোনও ইচ্ছেপূরণ হতে পারে। দাম্পত্য জীবন মধুর হবে। 


অন্য দিকে, জ্যোতিষ মতে, সোমবার চৈত্র নবরাত্রির সপ্তম দিনে তৈরি হবে সর্বার্থ সিদ্ধি যোগ। যার প্রভাবে ভাগ্য খুলে যাবে ৫ রাশির জাতকদের জীবনে। কোনও রাশির জাতকদের অর্থলাভ হবে, আবার কোনও রাশির জাতকদের কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে। ভাগ্য চমকাবে কর্কট, তুলা, বৃষ, সিংহ, মকর রাশির জাতকরা। 

POST A COMMENT
Advertisement