Tea Lover Zodiac Sign: কাপের পর কাপ উড়িয়ে দেন এঁরা, চা-প্রেমী এই ৫ রাশি

Tea Lover Zodiac Sign: চা-এর সঙ্গে বাঙালির ওতপ্রোত যোগাযোগ। সকালে ঘুম থেকে উঠে চা, একটু বেলা বাড়ার পরে কাজের ফাঁকে চায়ের কাপে চুমুক, বিকেলের আড্ডায় চা, বিতর্ক সভায় চায়ের পেয়ালায় ঝড়। এসব চলতেই থাকে। চা বন্ধ হয়ে গেলে বাঙালির অর্ধেক বাঙালিত্ব যেন চলে যায়। ১২টি রাশির মধ্যে এমন অনেক রাশি রয়েছেন যাঁরা চা-প্রিয় মানুষ।

Advertisement
কাপের পর কাপ উড়িয়ে দেন এঁরা, চা-প্রেমী এই ৫ রাশি  এই ৫ রাশি চা-প্রেমী
হাইলাইটস
  • ১২টি রাশির মধ্যে এমন অনেক রাশি রয়েছেন যাঁরা চা-প্রিয় মানুষ।

চা-এর সঙ্গে বাঙালির ওতপ্রোত যোগাযোগ। সকালে ঘুম থেকে উঠে চা, একটু বেলা বাড়ার পরে কাজের ফাঁকে চায়ের কাপে চুমুক, বিকেলের আড্ডায় চা, বিতর্ক সভায় চায়ের পেয়ালায় ঝড়। এসব চলতেই থাকে। চা বন্ধ হয়ে গেলে বাঙালির অর্ধেক বাঙালিত্ব যেন চলে যায়। ১২টি রাশির মধ্যে এমন অনেক রাশি রয়েছেন যাঁরা চা-প্রিয় মানুষ। আসুন দেখে নিন জ্যোতিষ অনুসারে চা-এর প্রতি প্রেম কোন কোন রাশির জাতকদের সবচেয়ে বেশি।

কর্কট রাশি
চা খেতে অত্যন্ত ভালোবাসেন কর্কট রাশির জাতকরা। চা ছাড়া কোনও কাজেই এরা এনার্জি পান না। চা-এর সঙ্গে মানসিক ভাবে যুক্ত থাকেন কর্কট রাশির জাতকরা। দিনে বেশ কয়েক কাপ চা এরা উড়িয়ে দেন।

কন্যা রাশি
বই পড়তে ভালোবাসেন কন্যা রাশির জাতকরা। আর বইয়ের পাতা ওল্টানোর সঙ্গে সঙ্গে চায়ের কাপে চুমুক দেওয়া এদের চাই। চা এদের প্রতিদিনের নানা চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করার ক্ষমতা যোগায়। তবে খুঁতখুঁতে কন্যার জাতকদের চায়ের স্বাদ মনমতো হওয়া চাই।

তুলা রাশি
জীবনের ব্যালান্স বজায় রাখার জন্য তুলা রাশির জাতকদের অতি প্রয়োজনীয় এক কাপ গরম চা। চা পেটে পড়লে তবে এদের বুদ্ধি খোলে। চায়ের সুগন্ধে মানসিক ভাবে তরতাজা বোধ কররেন তুলা রাশির জাতকরা। অন্য যে কোনও পানীয়ের থেকে চায়ের প্রতি এদের আকর্ষণ সবচেয়ে বেশি।

বৃশ্চিক রাশি
খাবার না খেলেও চলবে, কিন্তু চা ছাড়া চলবে না বৃশ্চিক রাশির জাতকদের। এরা সারা দিনে কাপের পর কাপ চা উড়িয়ে দেওয়ার দলে। চা ছাড়া নিজেদের মনের আবেগকে সঠিক ভাবে প্রকাশ করতে পারেন না বৃশ্চিক রাশির জাতকরা।

মকর রাশি
মকর রাশির জাতকরা অত্যন্ত উচ্চাকাঙ্খী ও কঠোর পরিশ্রমী হন। আর এদের পরিশ্রমের জন্য এনার্জির অন্যতম যোগানদার চা। চা ছাড়া কোনও কাজ করার কথা ভাবতেই পারেন না মকর রাশির জাতকরা। চা এদের মনঃসংযোগ বাড়ায় এবং নিজেদের সিদ্ধান্তে অনড় থাকতে সাহায্য করে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement