Hanuman Ji Favorite Zodiac: খারাপ সময়ে এগিয়ে যেতে সাহায্য করেন, হনুমানজির কৃপায় ৩ রাশি সকল বাধা অতিক্রম করে

হনুমানজির কৃপা যে ব্যক্তির উপর থাকে, সেই ব্যক্তির জীবনে উন্নতির অভাব হয় না। হনুমানজিকে মঙ্গলের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। সেই কারণে প্রতি সপ্তাহের মঙ্গলবার হনুমানজির পুজো করলে বিশেষ ফলপ্রাপ্তি ঘটে বলে বিশ্বাস করা হয়।

Advertisement
খারাপ সময়ে এগিয়ে যেতে সাহায্য করেন, হনুমানজির কৃপায় ৩ রাশি সকল বাধা অতিক্রম করেহনুমানজির ৫ প্রিয় রাশি
হাইলাইটস
  • হনুমানজির কৃপা যে ব্যক্তির উপর থাকে, সেই ব্যক্তির জীবনে উন্নতির অভাব হয় না।

হনুমানজির কৃপা যে ব্যক্তির উপর থাকে, সেই ব্যক্তির জীবনে উন্নতির অভাব হয় না। হনুমানজিকে মঙ্গলের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। সেই কারণে প্রতি সপ্তাহের মঙ্গলবার হনুমানজির পুজো করলে বিশেষ ফলপ্রাপ্তি ঘটে বলে বিশ্বাস করা হয়। শাস্ত্র জানাচ্ছে, ৫ রাশি রয়েছে যা বজরংবলির অত্যন্ত প্রিয়। যে কোনও বিপদের মুহূর্তে হনুমানজি এই তিন রাশিকে রক্ষা করেন। তালিকায় কারা রয়েছেন জেনে নিন।

মেষ রাশি
রাশিচক্রের প্রথম রাশি মেষ হনুমানজির অত্যন্ত প্রিয়। এঁদের উপর মঙ্গলের প্রভাবও বর্তমান। এঁদের কৃপায় মেষ রাশির জাতক-জাতিকারা যে কোনও বিপদের মুহূর্তে মাথা শান্ত রাখতে পারেন। নিয়মিত বজরংবলির আরাধনা করলে এই রাশির ব্যক্তিদের আত্মবিশ্বাস ও সাহস বৃদ্ধি পায়। এর ফলে এঁরা উন্নতির দিকে এগিয়ে যান। কর্মক্ষেত্রেও খুব ভাল ফল পান।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির ব্যক্তিদের উপরও হনুমানজির কৃপা বর্তমান। সেই কারণে এই রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষমতা হয় প্রশংসনীয়। যে কোনও পরিস্থিতিতে এঁরা মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারেন। হনুমানজির কৃপায় জটিল পরিস্থিতিতে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেও এঁদের বিশেষ অসুবিধা হয় না। তবে বৃশ্চিক রাশির সঙ্গে কেউ যদি কোনও খারাপ কাজ করেন, এঁরা প্রতিশোধ নিয়ে ছাড়েন। সে ক্ষেত্রেও এঁদের সাহায্য করেন স্বয়ং বজরংবলি।

মকর রাশি
শনির রাশি মকরের উপর শনিদেবের সঙ্গে সঙ্গে হনুমানজিরও কৃপা থাকে। বজরংবলি এঁদের জীবনে চলার পথে আসা সমস্ত বাধাকে কাটিয়ে এগিয়ে যেতে সাহায্য করে। এঁদের সাহস ও ধৈর্যক্ষমতা হয় অপরিসীম। মকর রাশির ব্যক্তিরা যে কোনও পরিস্থিতিতে তাই ভেঙে পড়েন না। মাথা উঁচু রেখে যে কোনও সমস্যার মোকাবিলা করার ক্ষমতা এঁরা হনুমানজির কৃপাতেই লাভ করেন।

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের ওপর হনুমানজির কৃপা সর্বদা থাকে। এই মানুষেরা কম বয়সেই সফলতা অর্জন করে। অর্থের কমতি হয় না। প্রচুর টাকা উপার্জন করেন এঁরা। ধার্মিক কাজে মনোযোগ থাকে এঁদের। এঁদের স্বভাব খুব দয়ালু হয়। এঁরা অন্যদের সাহায্য করে। এঁরা হনুমানজির কৃপা পেয়ে থাকেন। হনুমানের কৃপায় তাদের সমস্ত অমীমাংসিত কাজ সম্পন্ন হয়। সিংহ রাশির জাতকরা বুদ্ধিমান হন। তারা তাদের জ্ঞান এবং কঠোর পরিশ্রম দিয়ে প্রচুর অর্থ উপার্জন করেন।

Advertisement

কুম্ভ রাশি
কুম্ভ রাশির অধিপতি হলেন শনি দেব। যারা নিয়মিত হনুমানজির পুজো করেন, তাঁরা হনুমানজির সঙ্গে শনিদেবের আশীর্বাদ পান। হনুমানজির কৃপায় এই রাশির জাতক জাতিকারা জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করেন। কুম্ভ রাশির অধিপতি হলেন শনিদেব। হনুমানজির ভক্তদের শনিদেব কষ্ট দেন না। হনুমানের কৃপায় কুম্ভ রাশির জাতক জাতিকারা অল্প বয়সেই এগিয়ে যান এবং বজরঙ্গবলী এই রাশির জাতক জাতিকাদের প্রতিটি সংকট থেকে রক্ষা করেন। এই রাশির জাতক জাতিকাদের প্রতিদিন সকালে স্নানের পর হনুমান চলিসা পাঠ করা উচিত।

POST A COMMENT
Advertisement