Dhan Laxmi Rajyog: টাকায় টাকায় ভরবে জীবন, ধনলক্ষ্মী রাজযোগে মালামাল ৫ রাশি

জ্যোতিষ মতে, শুক্রবার সিংহ রাশিতে গমন করছে চন্দ্র। আবার কুম্ভ রাশিতে শুক্র এবং মঙ্গলের সংমিশ্রণে তৈরি হচ্ছে ধনলক্ষ্মী রাজযোগ। এই যোগের শুভ প্রভাব পড়তে চলেছে ৫ রাশির জাতকদের জীবনে। কোনও রাশির জাতকদের অর্থলাভ হবে। আবার কোনও রাশির জাতকরা চাকরিতে দারুণ সাফল্য পাবেন। তা হলে জেনে নিন, কোন ৫ রাশির জাতকদের ভাগ্য বদল হবে...

Advertisement
টাকায় টাকায় ভরবে জীবন, ধনলক্ষ্মী রাজযোগে মালামাল ৫ রাশিকপাল খুলবে ৫রাশির।
হাইলাইটস
  • শুক্র এবং মঙ্গলের সংমিশ্রণে তৈরি হচ্ছে ধনলক্ষ্মী রাজযোগ।
  • এই যোগের শুভ প্রভাব পড়তে চলেছে ৫ রাশির জাতকদের জীবনে।
  • দোলের আগে একাধিক শুভ যোগ।

জ্যোতিষ মতে, শুক্রবার সিংহ রাশিতে গমন করছে চন্দ্র। আবার কুম্ভ রাশিতে শুক্র এবং মঙ্গলের সংমিশ্রণে তৈরি হচ্ছে ধনলক্ষ্মী রাজযোগ। এই যোগের শুভ প্রভাব পড়তে চলেছে ৫ রাশির জাতকদের জীবনে। কোনও রাশির জাতকদের অর্থলাভ হবে। আবার কোনও রাশির জাতকরা চাকরিতে দারুণ সাফল্য পাবেন। তা হলে জেনে নিন, কোন ৫ রাশির জাতকদের ভাগ্য বদল হবে...

মিথুন রাশি (Gemini): 

ধনলক্ষ্মী রাজযোগে লাভবান হবেন মিথুন রাশির জাতকরা। আয় বাড়বে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। ব্যবসায়ীরা লাভবান হবেন। বিনিয়োগের জন্য ভাল সময়। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। 

তুলা রাশি (Libra): 
ভাগ্যোদয় হবে তুলা রাশির জাতকদের। সম্পদ লাভ করতে পারেন এই রাশির জাতকরা। অর্থলাভের যোগ রয়েছে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সময় কাটবে। 

কন্যা রাশি (Virgo): 

কপাল খুলতে পারে কন্যা রাশির জাতকদের। সম্পদ লাভ করতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। বিদেশে ভ্রমণের সুযোগ আসতে পারে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। 


কুম্ভ রাশি (Aquarius): 
 লাভবান হবেন কুম্ভ রাশির জাতকরা। ব্যবসায়ীরা লাভবান হবেন। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। কোনও সুখবর পেতে পারেন। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। 

ধনু রাশি (Sagittarius): 
 শুভ প্রভাব পড়তে চলেছে ধনু রাশির জাতকদের জীবনে। কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। আয় বাড়বে। ঘরে সুখ-সমৃদ্ধি আসবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজে সাফল্য পাবেন। 

আগামী ২৫ মার্চ দোলপূর্ণিমা। জ্যোতিষ মতে, এই সময় বিভিন্ন শুভ যোগ তৈরি হবে। দোলের দিন কন্যা রাশিতে থাকবে চন্দ্র। সেখানে কেতুর সঙ্গে যুতি তৈরি করবে চন্দ্র। এর পর ২৭ মার্চ  তুলা রাশিতে প্রবেশ করবে চন্দ্র। এখানে বৃহস্পতির সঙ্গে গজকেশরী যোগ তৈরি হবে। অন্য দিকে, জ্যোতিষ মতে, ২৭ মার্চ তুলা রাশির লগ্ন স্থানে প্রবেশ করবে চন্দ্র। চতুর্থ স্থানে থাকবে বুধ এবং বৃহস্পতি। চন্দ্রের উপর বুধের পাশাপাশি বৃহস্পতির দৃষ্টি থাকায় তৈরি হবে দ্বি-গজকেশরী যোগ। এতে ৩ রাশির ভাগ্যে বিরাট বদল আসবে। লাভবান হবেন তুলা, মকর, বৃশ্চিক রাশির জাতকরা। 

Advertisement

POST A COMMENT
Advertisement