Surya Gochar Astrology 2024: আসবে টাকা, উপচে পড়বে সুখ, সূর্যের কৃপায় ভাগ্যবদল ৬ রাশির

জ্যোতিষশাস্ত্র মতে, বৃহস্পতিবার অবস্থান বদলেছে সূর্য। মীন রাশিতে প্রবেশ করেছেন সূর্য দেব। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত মীন রাশিতে থাকবে সূর্য। এর পর মেষ রাশিতে গোচর করবে সূর্য। অর্থাৎ, প্রায় ১ মাস ধরে মীন রাশিতে থাকছেন সূর্য দেব। এর প্রভাবে ৬ রাশির জাতকদের জীবন সুখকর হতে চলেছে।

Advertisement
আসবে টাকা, উপচে পড়বে সুখ, সূর্যের কৃপায় ভাগ্যবদল ৬ রাশির ৬ রাশির ভাগ্য খুলছে।
হাইলাইটস
  • জ্যোতিষশাস্ত্র মতে, বৃহস্পতিবার অবস্থান বদলেছে সূর্য।
  • মীন রাশিতে প্রবেশ করেছেন সূর্য দেব।
  • ৬ রাশির জাতকদের জীবন সুখকর হতে চলেছে।

জ্যোতিষশাস্ত্র মতে, বৃহস্পতিবার অবস্থান বদলেছে সূর্য। মীন রাশিতে প্রবেশ করেছেন সূর্য দেব। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত মীন রাশিতে থাকবে সূর্য। এর পর মেষ রাশিতে গোচর করবে সূর্য। অর্থাৎ, প্রায় ১ মাস ধরে মীন রাশিতে থাকছেন সূর্য দেব। এর প্রভাবে ৬ রাশির জাতকদের জীবন সুখকর হতে চলেছে। কোনও রাশির জাতকদের আয় বাড়তে পারে। কেউ অর্থলাভ করতে পারেন। আবার কোনও রাশির জাতকদের কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। তাহলে জেনে নিন, কোন ৬ রাশির জাতকদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে...

বৃষ রাশি (Taurus): 

সূর্য গোচরের শুভ প্রভাব পড়তে চলেছে বৃষ রাশির জাতকদের জীবনে। এই সময় অর্থলাভ হতে পারে এই রাশির জাতকদের। আয় বাড়তে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। সমাজে সুনাম বাড়বে। 

মিথুন রাশি (Gemini): 

সূর্য দেবের আশীর্বাদে লাভবান হবেন মিথুন রাশির জাতকরা। নতুন চাকরির সুযোগ রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। 

তুলা রাশি (Libra): 

কপাল খুলতে পারে তুলা রাশির জাতকদের। ব্যবসায়ীরা লাভবান হবেন। সব কাজে সাফল্যের যোগ রয়েছে। কোনও সুখবর পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে। 

বৃশ্চিক রাশি  (Scorpio): 

সূর্যের কৃপা লাভে ভাগ্যোদয় হবে বৃশ্চিক রাশির জাতকদের। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। দাম্পত্য জীবন মধুর হবে। সব সমস্যার সমাধান করতে পারবেন সহজে। 

মকর রাশি (Capricorn): 
 ভাগ্যের চাকা ঘুরবে মকর রাশির জাতকদের। এই সময় কর্মক্ষেত্রে সাফল্য পাবেন এই রাশির জাতকরা। পরিবারে সুখ-সমৃদ্ধি আসবে। 

মীন রাশি (Pisces):
 লাভের মুখ দেখবেন মীন রাশির জাতকরা। চাকরিতে সাফল্যের যোগ রয়েছে। শরীর ভাল থাকবে। ব্যবসায়ীরা লাভবান হবেন। সমাজে সুনাম বাড়বে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। 


 

POST A COMMENT
Advertisement