Surya Gochar in April: ধনলাভ হবে, সূর্যের আশীর্বাদে সুখের দিন ৬ রাশির

জ্যোতিষ মতে, এপ্রিল মাসে রাশি পরিবর্তন করবে সূর্য। আগামী ১৩ এপ্রিল, শনিবার রাতে মেষ রাশিতে গমন করবে সূর্য। তার পরে মে মাসে বৃষ রাশিতে প্রবেশ করবে সূর্য। সূর্যের এ হেন রাশি বদলের শুভ প্রভাব পড়তে চলেছে ৬ রাশির জাতকদের জীবনে। জেনে নিন, কোন ৬ রাশির ভাগ্য বদলাবে...

Advertisement
ধনলাভ হবে, সূর্যের আশীর্বাদে সুখের দিন ৬ রাশিরসূর্যের কৃপায় লাভবান ৬ রাশি।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, এপ্রিল মাসে রাশি পরিবর্তন করবে সূর্য।
  • আগামী ১৩ এপ্রিল, শনিবার রাতে মেষ রাশিতে গমন করবে সূর্য।
  • শুভ প্রভাব পড়তে চলেছে ৬ রাশির জাতকদের জীবনে।

জ্যোতিষ মতে, এপ্রিল মাসে রাশি পরিবর্তন করবে সূর্য। আগামী ১৩ এপ্রিল, শনিবার রাতে মেষ রাশিতে গমন করবে সূর্য। তার পরে মে মাসে বৃষ রাশিতে প্রবেশ করবে সূর্য। সূর্যের এ হেন রাশি বদলের শুভ প্রভাব পড়তে চলেছে ৬ রাশির জাতকদের জীবনে। জেনে নিন, কোন ৬ রাশির ভাগ্য বদলাবে...


বৃষ রাশি (Taurus): 
সূর্যের আশীর্বাদ পাবেন বৃষ রাশির জাতকরা। এই সময় আয় বাড়বে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। সমাজে সুনাম বাড়বে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। 

মিথুন রাশি (Gemini): 

সূর্য গোচরের প্রভাবে সুখ-সমৃদ্ধি আসবে মিথুন রাশির জাতকদের জীবনে। দীর্ঘদিনের কোনও ইচ্ছেপূরণ হতে পারে। সব কাজে সাফল্য পাবেন। ব্যবসায়ীরা লাভবান হবেন। কেরিয়ারে সাফল্য পাবেন। 

বৃশ্চিক রাশি (Scorpio): 

সূর্যের কৃপায় লাভের মুখ দেখবেন বৃশ্চিক রাশির জাতকরা। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। ঘরে সুখ-সমৃদ্ধি আসবে। পরীক্ষার্থীদের জন্য ভাল সময়। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। 

মকর রাশি (Capricorn):

সুখের দিন আসছে মকর রাশির জাতকদের জীবনে। আয় বাড়বে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। ঘরে সুখ-শান্তি বজায় থাকবে। 


তুলা রাশি (Libra): 

 সূর্যের দয়ায় সাফল্য পাবেন তুলা রাশির জাতকরা। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। বিদেশ ভ্রমণের সুযোগ রয়েছে। 

মীন রাশি (Pisces): 
এই সময় কপাল খুলবে মীন রাশির জাতকরা। কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। সব বাধা কেটে যাবে। সব কাজে সফল হবেন। বিনিয়োগের জন্য ভাল সময়। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, বৃহস্পতিবার মকর রাশিতে অবস্থান করবে চাঁদ। আগামীকাল রয়েছে সিদ্ধি এবং সাধ্য যোগ। শুধু তাই নয়, থাকছে শ্রাবণ নক্ষত্রের প্রভাব। অন্য দিকে, বৃহস্পতিবার হল নারায়ণের প্রিয় দিন। তাই এতগুলি শুভ যোগের প্রভাব এবং নারায়ণের আশীর্বাদে আজ থেকে ৫ রাশির জীবন বদলাবে। সুখ-সমৃদ্ধিতে ভরবে কন্যা, বৃষ, তুলা, মকর, ধনু রাশির জাতকদের জীবন। 

Advertisement

POST A COMMENT
Advertisement