Budh Gochar: সুখ উপচে পড়বে, বুধের কৃপায় কাল থেকেই ভাগ্যবান ৭ রাশি

মঙ্গলবার থেকে কয়েকটি রাশির জাতকদের জীবনে আসছে সুখের দিন। ২৬ মার্চ মেষ রাশিতে গমন করবে বুধ। অর্থাৎ, অবস্থান বদলাচ্ছে বুধ। এর ফলে ৭ রাশির জাতকদের জীবনে আসবে অভাবনীয় সাফল্য। কর্মক্ষেত্রে যেমন উন্নতির যোগ রয়েছে, তেমনই সুখ-সমৃদ্ধিতে ভরবে জীবন। তা হলে জেনে নিন, কোন ৭ রাশির জাতকদের কপাল খুলবে...

Advertisement
সুখ উপচে পড়বে, বুধের কৃপায় কাল থেকেই ভাগ্যবান ৭ রাশিবুধের কৃপায় লাভবান ৭ রাশি।
হাইলাইটস
  • ২৬ মার্চ মেষ রাশিতে গমন করবে বুধ।
  • এর ফলে ৭ রাশির জাতকদের জীবনে আসবে অভাবনীয় সাফল্য।
  • কর্মক্ষেত্রে যেমন উন্নতির যোগ রয়েছে, তেমনই সুখ-সমৃদ্ধিতে ভরবে জীবন।

মঙ্গলবার থেকে কয়েকটি রাশির জাতকদের জীবনে আসছে সুখের দিন। ২৬ মার্চ মেষ রাশিতে গমন করবে বুধ। অর্থাৎ, অবস্থান বদলাচ্ছে বুধ। এর ফলে ৭ রাশির জাতকদের জীবনে আসবে অভাবনীয় সাফল্য। কর্মক্ষেত্রে যেমন উন্নতির যোগ রয়েছে, তেমনই সুখ-সমৃদ্ধিতে ভরবে জীবন। তা হলে জেনে নিন, কোন ৭ রাশির জাতকদের কপাল খুলবে...


বৃষ রাশি (Taurus): 

বুধের গোচরে লাভবান হবেন বৃষ রাশির জাতকরা। এই সময় অর্থলাভ হতে পারে। সুখ-সমৃদ্ধি আসবে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। 

মেষ রাশি (Aries): 
লাভের মুখ দেখতে পারেন মেষ রাশির জাতকরা। সুখ ভরবে সংসারে। আয় বাড়তে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সময় কাটবে।

মিথুন রাশি (Gemini): 
 দীর্ঘদিনের কোনও ইচ্ছেপূরণ হতে পারে মিথুন রাশির জাতকদের। ধনলাভ হতে পারে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। শরীর ভাল থাকবে। ব্যবসায় লাভ পাবেন। 

কন্যা রাশি (Virgo): 

বুধের কৃপায় ভাগ্য চমকাবে কন্যা রাশির জাতকদের। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। ঘরে সুখ-শান্তি বজায় থাকবে। সমাজে সুনাম বাড়বে। লাভবান হবেন ব্যবসায়ীরা। 

মীন রাশি (Pisces): 
কপাল খুলতে পারে মীন রাশির জাতকদের। এই সময় আর্থিক দিক থেকে লাভবান হবেন মীন রাশির জাতকরা। ঘরে সুখ-শান্তি আসবে। সব কাজে সাফল্য পাবেন। 

কুম্ভ রাশি (Aquarius): 
সুখের সময় আসছে কুম্ভ রাশির জাতকদের। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সময় কাটবে। 


বৃশ্চিক রাশি (Scorpio): 

ভাগ্যোদয় হবে বৃশ্চিক রাশির জাতকদের। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। বিনিয়োগ করলে লাভবান হবেন। 


অন্য দিকে, জ্যোতিষ মতে, গ্রহদের মধ্যে শনি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনির অবস্থান বদলের নানা প্রভাব পড়ে জীবনে। কারও জীবনে সুখের বন্যা বয়। আবার কারও জীবনে নানা অশুভ প্রভাব পড়তে পারে। তাই শনি কোথায় অবস্থান করছে, তা জানা জরুরি। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, কুম্ভ রাশিতে উদিত হবে শনি। শনির উদয়ের ফলে ৩ রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তন আসছে। শুভ ফল পাবেন তুলা, কুম্ভ এবং সিংহ রাশির জাতকরা। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement