Ketu Gochar July Horoscope: ৩৭৬ দিন ধরে সুখের জীবন, কেতুর কৃপায় মালামাল ৩ রাশি

জ্যোতিষ মতে, ২০২৫ সাল পর্যন্ত কন্যা রাশিতে থাকবে কেতু। তারপরে কন্যা রাশি ছেড়ে সিংহ রাশিতে যাবে। কেতুর এই গোচরে ৩৭৬ দিন ধরে লাভবান হবেন ৩ রাশির জাতকরা। জেনে নিন...

Advertisement
৩৭৬ দিন ধরে সুখের জীবন, কেতুর কৃপায় মালামাল ৩ রাশিকপাল খুলবে ৩ রাশির।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, ২০২৫ সাল পর্যন্ত কন্যা রাশিতে থাকবে কেতু।
  • তারপরে কন্যা রাশি ছেড়ে সিংহ রাশিতে যাবে।
  • লাভবান হবেন ৩ রাশির জাতকরা।

জ্যোতিষ মতে, ২০২৫ সাল পর্যন্ত কন্যা রাশিতে থাকবে কেতু। তারপরে কন্যা রাশি ছেড়ে সিংহ রাশিতে যাবে। কেতুর এই গোচরে ৩৭৬ দিন ধরে লাভবান হবেন ৩ রাশির জাতকরা। জেনে নিন...

মেষ রাশি (Aries): 
কেতুর প্রভাবে কপাল খুলবে মেষ রাশির জাতকদের। কর্মক্ষেত্রে উন্নতি হবে। লাভের মুখ দেখবেন ব্যবসায়ীরা। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল থাকবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। 

বৃশ্চিক রাশি (Scorpio): 
ভাগ্যোদয় হবে বৃশ্চিক রাশির জাতকদের। সব কাজে সাফল্য আসবে। কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে। অর্থলাভ হবে। দাম্পত্য জীবন মধুর হবে। 

কর্কট রাশি (Cancer): 
দারুণ সময় কাটবে কর্কট রাশির জাতকদের। ধনলাভের সুযোগ রয়েছে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। প্রেমের সম্পর্ক আরও মজবুত হবে। ব্যবসায়ীরা সাফল্য পাবেন। 


অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ৮ জুলাই মীন রাশির রেবতী নক্ষত্র ছেড়ে শনির উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে রাহু। এর প্রভাবে কপাল খুলবে কুম্ভ, মীন রাশির জাতকদের। জ্যোতিষ মতে, জুলাই মাসে বিভিন্ন শুভ যোগ তৈরি হবে। বিভিন্ন শুভ যোগের মধ্যে অন্যতম লক্ষ্মী নারায়ণ যোগ। জুলাইয়ে তৈরি হবে এই শুভ যোগ। যার প্রভাবে লাভবান হবেন মেষ, কর্কট এবং সিংহ রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ৭ জুলাই রাশি বদলাবে শুক্র। চন্দ্রের রাশিতে গোচর করতে চলেছে শুক্র। অর্থাৎ, কর্কট রাশিতে প্রবেশ করবে শুক্র। এর প্রভাবে কপাল খুলবে মেষ, কর্কট এবং কন্যা রাশির জাতকদের।জ্যোতিষ মতে, আগামী ৮ জুলাই উত্তরাভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে রাহু। এর প্রভাবে ভাগ্য বদলাবে মেষ, তুলা এবং সিংহ রাশির জাতকদের।
 

POST A COMMENT
Advertisement