Horoscope 2024: টাকার জোয়ার আসছে, বিরাট উন্নতি এই রাশির জাতকদের

আগামী ৭ মার্চ শুক্র এবং শনির মহামিলন হতে চলেছে। এর প্রভাবে তিন রাশির জাতকদের জীবনে আমূল বদল আসবে। কোনও রাশির জাতকদের জীবনে সুখ আসবে। কারও চাকরিতে পদোন্নতি হতে পারে।

Advertisement
টাকার জোয়ার আসছে, বিরাট উন্নতি এই রাশির জাতকদের কপাল খুলছে এই রাশির জাতকদের।
হাইলাইটস
  • আগামী ৭ মার্চ শুক্র এবং শনির মহামিলন হতে চলেছে।
  • তিন রাশির জাতকদের জীবনে আমূল বদল আসবে।
  • কারও চাকরিতে পদোন্নতি হতে পারে।

কার ভাগ্যে কী রয়েছে, তা জ্যোতিষ গণনা দেখে অনেকটা আন্দাজ করা যায়। কোন রাশির জীবনে কী প্রভাব পড়তে চলেছে, তার আঁচ পাওয়া যায় গ্রহের অবস্থান দেখে। গ্রহের হেরফেরে বিভিন্ন রাশির জাতকদের জীবনে নানা প্রভাব পড়তে পারে। গ্রহের স্থান বদলের ফলে কোনও রাশির জীবনে শুভ প্রভাব পড়ে। আবার কোনও রাশির জাতকরা নানা বাধার মুখোমুখি হন। চলতি মাসে একাধিক শুভ যোগ রয়েছে। আগামী ৮ মার্চ শিবরাত্রি। ২৫ মার্চ দোলপূর্ণিমা। এই দুই শুভ দিন পড়ায় চলতি মাসে অনেক রাশির জাতকদের জীবনই বদলে যেতে পারে।

জ্যোতিষ মতে, গ্রহের অবস্থানের উপর নির্ভর করে আমাদের ভাগ্য। গ্রহদের মধ্যে অন্যতম হল শুক্র এবং শনি। সম্পদ, বৈভবের অধিপতি হলেন শুক্র। আর শনি হলেন ন্যায়ের দেবতা। আগামী ৭ মার্চ শুক্র এবং শনির মহামিলন হতে চলেছে। এর প্রভাবে তিন রাশির জাতকদের জীবনে আমূল বদল আসবে। কোনও রাশির জাতকদের জীবনে সুখ আসবে। কারও চাকরিতে পদোন্নতি হতে পারে। আবার কেউ পাওনা টাকা পেতে পারেন। তা হলে জেনে নিন, কোন ৩ রাশির জাতকদের কপাল খুলছে...


বৃষ রাশি (Taurus): 

শুক্র এবং শনির মহামিলনে শুভ প্রভাব পড়তে চলেছে বৃষ রাশির জাতকদের জীবনে। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে। ধনলাভ হতে পারে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। দীর্ঘদিন আটক থাকা কোনও কাজ সম্পূর্ণ হবে। সুখ-শান্তি বজায় থাকবে পরিবারে।

কুম্ভ রাশি (Aquarius): 

কপাল খুলতে পারে কুম্ভ রাশির জাতকদের। সব কাজে সাফল্য পাবেন। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। নতুন চাকরি পেতে পারেন। অর্থলাভের যোগ রয়েছে। দাম্পত্য জীবন মধুর হবে। 

কর্কট রাশি (Cancer): 
লাভবান হবেন কর্কট রাশির জাতকরা। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে এই জাতকদের জীবনে। আচমকা অর্থলাভ হতে পরে। সমাজে সুনাম বাড়বে। পরিবারে ভাল সময় কাটবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। 

Advertisement

POST A COMMENT
Advertisement