scorecardresearch
 

Rakhi Purnima Lucky Zodiac: চাকরি-ব্যবসায় বিরাট বদল, রাখিপূর্ণিমায় ভাগ্য চমকাবে ৩ রাশির

আগামী ১৯ অগস্ট রাখিপূর্ণিমা। জ্যোতিষ মতে, এই দিনটি অত্যন্ত শুভ। শিব এবং শনির কৃপায় ভাগ্য চমকাবে ৩ রাশির জাতকদের। জেনে নিন...

Advertisement
রাখিপূর্ণিমায় কপাল খুলবে ৩ রাশির। রাখিপূর্ণিমায় কপাল খুলবে ৩ রাশির।
হাইলাইটস
  • আগামী ১৯ অগস্ট রাখিপূর্ণিমা।
  • জ্যোতিষ মতে, এই দিনটি অত্যন্ত শুভ।
  • ভাগ্য চমকাবে ৩ রাশির জাতকদের।

আগামী ১৯ অগস্ট রাখিপূর্ণিমা। জ্যোতিষ মতে, এই দিনটি অত্যন্ত শুভ। শিব এবং শনির কৃপায় ভাগ্য চমকাবে ৩ রাশির জাতকদের। জেনে নিন...

মেষ রাশি (Aries): 

ভাগ্য বদলাবে মেষ রাশির জাতকদের। কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। ব্যবসায়ীরা লাভবান হবেন। 

আরও পড়ুন

ধনু রাশি (Sagittarius):

কপাল খুলবে ধনু রাশির জাতকদের। কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে। ব্যবসায় উন্নতি হবে। পরিবারের সদস্যদের জন্য ভাল সময়। 

কুম্ভ রাশি (Aquarius):

ভাল সময় কুম্ভ রাশির জাতকদের জন্য। আয় বাড়বে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। লাভবান হবেন ব্যবসায়ীরা। দাম্পত্য জীবন মধুর হবে।


অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ৫ অগস্ট সিংহ রাশিতে উল্টো পথে ঘুরবে বুধ। এর প্রভাবে ৩ রাশির জাতকদের জীবনে আসবে বিশেষ পরিবর্তন। লাভবান হবেন সিংহ, কর্কট এবং ধনু রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ৯ অক্টোবর বক্রি হবে বৃহস্পতি। ৪ ফেব্রুয়ারি ২০২৫ সাল পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে এই গ্রহ। যার ফলে কপাল খুলবে বৃষ, সিংহ এবং কর্কট রাশির জাতকদের। রোহিণী নক্ষত্রে বিচরণ করছে বৃহস্পতি। আগামী ২০ অগস্ট পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে এই গ্রহ। যার ফলে ভাগ্যোদয় হবে বৃষ, সিংহ, ধনু রাশির জাতকরা। জ্যোতিষ মতে, অগস্ট মাসে সিংহ রাশিতে প্রবেশ করবে সূর্য। আগামী ১৬ অগস্ট সূর্যের গোচর হবে। ওই রাশিতে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে সূর্য। যার প্রভাবে লাভের মুখ দেখবেন মেষ, সিংহ এবং কর্কট রাশির জাতকরা। আগামী ২২ অগস্ট উল্টো পথে হেঁটে কর্কট রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। এরপরে ২৯ অগস্ট কর্কট রাশিতে মার্গী হবে বুধ। এর প্রভাবে লাভের মুখ দেখবেন মেষ, সিংহ এবং কর্কট রাশির জাতকরা। 
 

Advertisement

Advertisement