Saturn Horoscope For 216 Days: ২১৬ দিন ধরে সুখ-ধনলাভ, শনির কৃপায় বিরাট উন্নতি ৩ রাশির

জ্যোতিষ মতে, বর্তমানে কুম্ভ রাশিতে বিরাজ করছে শনি। আগামী বছরের ২৮ মার্চ পর্যন্ত কুম্ভ রাশিতেই থাকবে এই গ্রহ। তারপরে মীন রাশিতে গমন করবে। শনির এই গোচরে লাভের মুখ দেখবেন ৩ রাশির জাতকরা। জেনে নিন...

Advertisement
২১৬ দিন ধরে সুখ-ধনলাভ, শনির কৃপায় বিরাট উন্নতি ৩ রাশিরশনির কৃপায় লাভবান ৩ রাশি।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, বর্তমানে কুম্ভ রাশিতে বিরাজ করছে শনি।
  • আগামী বছরের ২৮ মার্চ পর্যন্ত কুম্ভ রাশিতেই থাকবে এই গ্রহ।
  • লাভের মুখ দেখবেন ৩ রাশির জাতকরা।

জ্যোতিষ মতে, বর্তমানে কুম্ভ রাশিতে বিরাজ করছে শনি। আগামী বছরের ২৮ মার্চ পর্যন্ত কুম্ভ রাশিতেই থাকবে এই গ্রহ। তারপরে মীন রাশিতে গমন করবে। শনির এই গোচরে লাভের মুখ দেখবেন ৩ রাশির জাতকরা। জেনে নিন...

সিংহ রাশি (Leo): 

ভাগ্য খুলবে সিংহ রাশির জাতকদের। সব কাজে সাফল্য আসবে। কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে। ব্যবসায়ীরা লাভবান হবেন। 

তুলা রাশি (Libra): 

কপাল খুলবে তুলা রাশির জাতকদের। অর্থলাভ হবে। ব্যবসায়ীরা সাফল্য পাবেন। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। সব ইচ্ছেপূরণ হবে। 

কন্যা রাশি (Virgo): 

শুভ প্রভাব পড়বে কন্যা রাশির জাতকদের। কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে। ব্যবসা লাভজনক হবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। পড়ুয়াদের জন্য ভাল সময়।


অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ২৫ অগস্ট কন্যা রাশিতে গোচর করবে শুক্র। শুক্রের গোচরে কপাল খুলবে সিংহ, মকর এবং কন্যা রাশির জাতকদের। আগামী সোমবার জন্মাষ্টমী। জ্যোতিষ মতে, এই দিনটি অত্যন্ত পবিত্র। এই দিনে ভাগ্য খুলবে মেষ, বৃষ এবং কর্কট রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ৯ অক্টোবর বক্রি হবে বৃহস্পতি। ৪ ফেব্রুয়ারি ২০২৫ সাল পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে এই গ্রহ। যার ফলে কপাল খুলবে বৃষ, সিংহ এবং কর্কট রাশির জাতকদের। রোহিণী নক্ষত্রে বিচরণ করছে বৃহস্পতি। জ্যোতিষ মতে, উত্তরাভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে রাহু। ২ ডিসেম্বর এই নক্ষত্রের দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করবে। এর ফলে কপাল খুলবে বৃষ, তুলা এবং মিথুন রাশির জাতকদের।
 

POST A COMMENT
Advertisement