Jupiter Horoscope: ধনলাভ হবে, বৃহস্পতির কৃপায় সুখের দিন ৩ রাশির

জ্যোতিষ মতে, বৃহস্পতিবার কুম্ভ রাশিতে প্রবেশ করছে বৃহস্পতি। থাকছে ব্রহ্ম যোগের সংযোগ। এর প্রভাবে কপাল খুলবে ৩ রাশির জাতকদের। জেনে নিন, কোনও ৩ রাশির জাতকরা লাভবান হবেন...

Advertisement
ধনলাভ হবে, বৃহস্পতির কৃপায় সুখের দিন ৩ রাশির জীবন বদলাবে ৩ রাশির।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, বৃহস্পতিবার কুম্ভ রাশিতে প্রবেশ করছে বৃহস্পতি।
  • থাকছে ব্রহ্ম যোগের সংযোগ।
  • এর প্রভাবে কপাল খুলবে ৩ রাশির জাতকদের।

জ্যোতিষ মতে, বৃহস্পতিবার কুম্ভ রাশিতে প্রবেশ করছে বৃহস্পতি। থাকছে ব্রহ্ম যোগের সংযোগ। এর প্রভাবে কপাল খুলবে ৩ রাশির জাতকদের। জেনে নিন, কোনও ৩ রাশির জাতকরা লাভবান হবেন...


মকর (Capricorn):
 বৃহস্পতির কৃপায় ভাগ্য খুলবে মকর রাশির জাতকদের। অর্থলাভের সুযোগ রয়েছে। লাভবান হবেন ব্যবসায়ীরা। পরিবারে সুখ-সমৃদ্ধি আসবে। 

সিংহ রাশি (Leo): 
 ভাগ্যোদয় হবে সিংহ রাশির জাতকদের। চাকরিকে পদোন্নতির যোগ রয়েছে। বিয়ের প্রস্তাব পেতে পারেন অবিবাহিতরা। দাম্পত্য জীবন মধুর হবে। 

মিথুন রাশি (Gemini): 
 সুখে জীবন কাটবে মিথুন রাশির জাতকদের। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। সমাজে সুনাম বাড়বে। পরীক্ষার্থীদের জন্য ভাল সময়। শরীর ভাব থাকবে। ব্যবসায় সফল হবেন ব্যবসায়ীরা।

অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ২৯ জুন কুম্ভ রাশিতে বক্রি হতে চলেছে শনি। এর প্রভাবে জীবন বদলাবে ৩ রাশির জাতকদের। কোনও রাশির জাতকদের অর্থলাভ হবে, আবার কোনও রাশির জাতকদের কর্মক্ষেত্রে দারুণ উন্নতি হবে। লাভবান হবেন মেষ, মিথুন এবং মকর রাশির জাতকরা। বুধবার থেকে শুরু হচ্ছে নতুন মাস। জ্যোতিষ মতে, মে মাস খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিভিন্ন রাশির জাতকদের জীবনে। এই মাসে একাধিক শুভ যোগ তৈরি হবে। আবার কিছু গ্রহের রাশি পরিবর্তনও হবে। যার ফলে বিশেষ করে কেরিয়ারে অভাবনীয় উন্নতি হবে বৃষ, তুলা এবং কর্কট রাশির জাতকদের।

POST A COMMENT
Advertisement