Lakshmi Narayan Yog: সুখ উপচে পড়বে, লক্ষ্মী নারায়ণ যোগে এই সপ্তাহেই টাকার গদিতে ৬ রাশি

জ্যোতিষ মতে, এপ্রিলের এই সপ্তাহে তৈরি হবে লক্ষ্মী নারায়ণ যোগ। এই যোগের প্রভাবে বিভিন্ন রাশির জাতকদের জীবনে আসবে নানা বদল। বিশেষ করে শুভ প্রভাব পড়বে ৬ রাশির জাতকদের জীবনে। অর্থলাভ, চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। তা হলে জেনে নিন, কোন ৬ রাশির জাতকদের কপাল খুলবে...

Advertisement
সুখ উপচে পড়বে, লক্ষ্মী নারায়ণ যোগে এই সপ্তাহেই টাকার গদিতে ৬ রাশি ভাগ্যোদয় হবে ৬ রাশির।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, এপ্রিলের এই সপ্তাহে তৈরি হবে লক্ষ্মী নারায়ণ যোগ।
  • এই যোগের প্রভাবে বিভিন্ন রাশির জাতকদের জীবনে আসবে নানা বদল।
  • শুভ প্রভাব পড়বে ৬ রাশির জাতকদের জীবনে।

জ্যোতিষ মতে, এপ্রিলের এই সপ্তাহে তৈরি হবে লক্ষ্মী নারায়ণ যোগ। এই যোগের প্রভাবে বিভিন্ন রাশির জাতকদের জীবনে আসবে নানা বদল। বিশেষ করে শুভ প্রভাব পড়বে ৬ রাশির জাতকদের জীবনে। অর্থলাভ, চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। তা হলে জেনে নিন, কোন ৬ রাশির জাতকদের কপাল খুলবে...


বৃষ রাশি (Taurus): 
এই সময় কপাল খুলবে বৃষ রাশির জাতকদের জীবনে। চাকরিতে উন্নতির যোগ রয়েছে। ব্যবসায়ীরা লাভবান হবেন। দীর্ঘদিনের কোনও ইচ্ছেপূরণ হতে পারে। 

মিথুন রাশি (Gemini): 
সুখের দিন আসছে মিথুন রাশির জাতকদের। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। ব্যবসায় সাফল্য আসবে। ঘরে সুখ-সমৃদ্ধি আসবে। সব স্বপ্নপূরণ হবে এই সময়। 


মেষ রাশি (Aries): 
লক্ষ্মী-নারায়ণ যোগের প্রভাবে লাভবান হবেন মেষ রাশির জাতকরা। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। 

কন্যা রাশি (Virgo):
ভাগ্যের চাকা ঘুরবে কন্যা রাশির জাতকদের জীবনে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। বিদেশ যাত্রার সুযোগ রয়েছে।


কর্কট রাশি (Cancer): 
 ভাগ্যোদয় হবে কর্কট রাশির জাতকদের জীবনে। চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। আয় বাড়বে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। 

সিংহ রাশি (Leo): 

লাভবান হবেন সিংহ রাশির জাতকরা। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। ধনলাভের সুযোগ রয়েছে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। পরীক্ষার্থীরা সফল হবেন। 

এই মুহূর্তে মেষ রাশিতে অস্ত এবং বক্রী অবস্থায় রয়েছে বুধ। ৯ এপ্রিল মীন রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। ওই দিনই নক্ষত্র পরিবর্তন করতে চলেছে বুধ। রেবতী নক্ষত্রে প্রবেশ করবে বুধ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রেবতী নক্ষত্রে বুধের প্রবেশের ফলে কপাল খুলবে ধনু, মিথুন, বৃষ, কন্যা রাশির জাতকদের। জ্যোতিষ মতে, অবস্থান বদলাচ্ছে বৃহস্পতি। আগামী ১৬ এপ্রিল কৃতিকা নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি। এর নানা প্রভাব পড়বে বিভিন্ন রাশির জাতকদের জীবনে। বিশেষ করে, ৩ রাশির ভাগ্যের চাকা ঘুরবে। সব দিকে সফল হবেন কর্কট, ধনু, মিথুন রাশির জাতকরা।
 

Advertisement

POST A COMMENT
Advertisement