Saturn Vakri Horoscope: সুখ-ধনদৌলত বাড়বে, শনির কৃপায় রাজার হালে ৩ রাশি

জ্যোতিষ মতে, আগামী ২৯ জুন কুম্ভ রাশিতে বক্রি হবে শনি। এই গ্রহের বক্রিতে কপাল খুলবে ৩ রাশির জাতকদের। অর্থলাভ যেমন হবে, তেমনই সব বাধা কেটে যাবে। রাজার হালে থাকবেন এই ৩ রাশির জাতকরা। জেনে নিন...

Advertisement
সুখ-ধনদৌলত বাড়বে, শনির কৃপায় রাজার হালে ৩ রাশিশনির বক্রিতে দারুণ উন্নতি।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, আগামী ২৯ জুন কুম্ভ রাশিতে বক্রি হবে শনি।
  • এই গ্রহের বক্রিতে কপাল খুলবে ৩ রাশির জাতকদের।
  • বিরাট উন্নতির যোগ রয়েছে।

জ্যোতিষ মতে, আগামী ২৯ জুন কুম্ভ রাশিতে বক্রি হবে শনি। এই গ্রহের বক্রিতে কপাল খুলবে ৩ রাশির জাতকদের। অর্থলাভ যেমন হবে, তেমনই সব বাধা কেটে যাবে। রাজার হালে থাকবেন এই ৩ রাশির জাতকরা। জেনে নিন...

কুম্ভ রাশি (Aquarius): 
 শনির বক্রিতে লাভের মুখ দেখবেন কুম্ভ রাশির জাতকরা। কর্মক্ষেত্রে দারুণ উন্নতি হবে। আয় বাড়বে। লাভবান হবেন ব্যবসায়ীরা। সুখ-সমৃদ্ধি বাড়বে। 

মেষ রাশি (Aries): 
বড়সড় পরিবর্তন হবে মেষ রাশির জাতকদের। কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে। অর্থলাভ হবে। ব্যবসায় দারুণ সাফল্য পাবেন। পরীক্ষার্থীদের জন্য ভাল সময়। 

মিথুন রাশি (Gemini): 

শনির কৃপায় ভাগ্য চমকাবে মিথুন রাশির জাতকদের। ধনলাভের সুযোগ রয়েছে। সব কাজে সাফল্য পাবেন। পড়ুয়াদের জন্য ভাল সময়। দাম্পত্য জীবন মধুর হবে। 


অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ৩১ মে রাশি বদলাবে বুধ। বুধের অবস্থান বদল খুবই গুরুত্বপূর্ণ। ৩১ মে বৃষ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। এর প্রভাবে ভাগ্যের চাকা ঘুরবে বৃষ, কর্কট এবং মিথুন রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ১৯ মে বৃষ রাশিতে প্রবেশ করবে শুক্র। এর ফলে তৈরি হবে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ। এই রাজযোগের প্রভাবে কোনও কোনও রাশির জাতকদের অর্থলাভ হবে। আবার কোনও রাশির জাতকরা দারুণ সফল হবেন কর্মক্ষেত্রে। লাভবান হবেন সিংহ, বৃশ্চিক এবং কর্কট রাশির জাতকরা। 
 

POST A COMMENT
Advertisement