Ketu Zodiac Signs: কেতুর কৃপা পায় এই ৩ রাশি, সারাজীবন শুধুই সুখ-উন্নতি

জ্যোতিষ মতে, কেতুকে ছায়াগ্রহ বলা হয়। কেতুকে সাধারণত অশুভ গ্রহ হিসেবে মনে করা হয়। তবে রাশিচক্রে এই ৩ রাশি কেতুর আশীর্বাদ পায়। জেনে নিন বিশদে...

Advertisement
কেতুর কৃপা পায় এই ৩ রাশি, সারাজীবন শুধুই সুখ-উন্নতিকেতুর কৃপায় ৩ রাশির উন্নতি।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, কেতুকে ছায়াগ্রহ বলা হয়।
  • কেতুকে সাধারণত অশুভ গ্রহ হিসেবে মনে করা হয়।
  • এই ৩ রাশি কেতুর আশীর্বাদ পায়।

জ্যোতিষ মতে, কেতুকে ছায়াগ্রহ বলা হয়। কেতুকে সাধারণত অশুভ গ্রহ হিসেবে মনে করা হয়। তবে রাশিচক্রে এই ৩ রাশি কেতুর আশীর্বাদ পায়। জেনে নিন বিশদে...

মেষ রাশি (Aries): 

কেতুর শুভ প্রভাব পড়ে মেষ রাশির জাতকদের জীবনে। এই রাশির জাতকরা সব ক্ষেত্রে সাফল্য লাভ করেন। কর্মক্ষেত্রে উন্নতি হয় এঁদের। 

কন্যা রাশি (Virgo): 

কেতুর আশীর্বাদ লাভ করেন কন্যা রাশির জাতকরা। এঁদের কখনও অভাবের মুখে পড়তে হয় না। পরিশ্রমের সুফল পান এঁরা। 

বৃশ্চিক রাশি (Scorpio): 

কেতুর অন্যতম পছন্দের রাশি হল বৃশ্চিক। এঁরা সহজেই কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠেন। এই রাশির জাতকদের সংসার সুখের হয়। কখনও অর্থাভাব হয় না এঁদের। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, অগাস্ট মাসে অবস্থান বদলাবে সূর্য, বুধ ও শুক্র। যার প্রভাবে ভাগ্য বদলাবে মেষ, তুলা, মকর ও সিংহ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী  অগাস্টে সূর্যের গোচরে ভাগ্য বদলাবে বৃষ, তুলা ও সিংহ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, সেপ্টেম্বরে কন্যা রাশিতে প্রবেশ করবে বুধ। তৈরি হবে ভদ্র মহাপুরুষ রাজযোগ। যার প্রভাবে লাভের মুখ দেখবেন মিথুন, ধনু রাশির জাতকরা।জ্যোতিষ মতে, সেপ্টেম্বরে কন্যা রাশিতে প্রবেশ করবে বুধ। তৈরি হবে ভদ্র মহাপুরুষ রাজযোগ। যার প্রভাবে লাভের মুখ দেখবেন মিথুন, ধনু রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ১১ অগাস্ট মার্গী হতে চলেছে বুধ। যার প্রভাবে ভাগ্য বদলাবে মেষ, মিথুন ও কর্কট রাশির জাতকদের।

POST A COMMENT
Advertisement