Jagannath Rath Yatra Zodiac: ধনদৌলত লাভ হবে, জীবনভর থাকবে সুখ, জগন্নাথদেবের কৃপায় লাভবান ৩ রাশি

আগামী ৭ জুলাই রথযাত্রা। জ্যোতিষ মতে, এই দিনটি খুবই শুভ। জগন্নাথদেবের আশীর্বাদ পাবেন ৩ রাশির জাতকরা। জেনে নিন...

Advertisement
ধনদৌলত লাভ হবে, জীবনভর থাকবে সুখ, জগন্নাথদেবের কৃপায় লাভবান ৩ রাশিজগন্নাথদেবের কৃপায় লাভবান হবেন ৩ রাশির জাতকরা।
হাইলাইটস
  • আগামী ৭ জুলাই রথযাত্রা।
  • জ্যোতিষ মতে, এই দিনটি খুবই শুভ।
  • জগন্নাথদেবের আশীর্বাদ পাবেন ৩ রাশির জাতকরা।

আগামী ৭ জুলাই রথযাত্রা। জ্যোতিষ মতে, এই দিনটি খুবই শুভ। জগন্নাথদেবের আশীর্বাদ পাবেন ৩ রাশির জাতকরা। জেনে নিন...

বৃষ রাশি (Taurus): 
জগন্নাথদেবের আশীর্বাদ পাবেন বৃষ রাশির জাতকরা। সব কাজে সাফল্য আসবে। কেরিয়ারে উন্নতি হবে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। 

সিংহ রাশি (Leo): 
কপাল খুলবে সিংহ রাশির জাতকদের। কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে। ব্যবসায় সাফল্য আসবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে।

তুলা রাশি (Libra)
 ভাগ্যোদয় হবে তুলা রাশির জাতকদের। কর্মক্ষেত্রে উন্নতি হবে। অর্থলাভের সুযোগ রয়েছে। ব্যবসা লাভজনক হবে।


অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ৮ জুলাই মীন রাশির রেবতী নক্ষত্র ছেড়ে শনির উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে রাহু। এর প্রভাবে কপাল খুলবে কুম্ভ, মীন রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ৮ জুলাই উত্তরাভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে রাহু। এর প্রভাবে ভাগ্য বদলাবে মেষ, তুলা এবং সিংহ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, ২০২৫ সাল পর্যন্ত কন্যা রাশিতে থাকবে কেতু। তারপরে কন্যা রাশি ছেড়ে সিংহ রাশিতে যাবে। কেতুর এই গোচরে ৩৭৬ দিন ধরে লাভবান হবেন মেষ, বৃশ্চিক এবং কর্কট রাশির জাতকরা। আগামী ৫ জুলাই আষাঢ় অমাবস্যা। জ্যোতিষ মতে, এই দিনটি অত্যন্ত শুভ। আষাঢ় অমাবস্যায় কপাল খুলবে মকর, কুম্ভ, মিথুন রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ৭ জুলাই রাশি বদলাবে শুক্র। চন্দ্রের রাশিতে গোচর করতে চলেছে শুক্র। অর্থাৎ, কর্কট রাশিতে প্রবেশ করবে শুক্র। এর প্রভাবে কপাল খুলবে মেষ, কর্কট এবং কন্যা রাশির জাতকদের।
 

POST A COMMENT
Advertisement