বুধবার দেবশয়নী একাদশী। এই দিন থেকে শয়নে যান নারায়ণ। এই দিন থেকেই শুরু হচ্ছে চতুর্মাস। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এবং কার্তিক, এই চার মাস থাকে চতুর্মাসে। এই সময় সৌভাগ্য লাভ হবে ৩ রাশির জাতকদের। জেনে নিন...
মিথুন রাশি (Gemini):
চতুর্মাসে কপাল খুলবে মিথুন রাশির জাতকদের। সব কাজে সাফল্য পাবেন। কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়।
কন্যা রাশি (Virgo):
লাভবান হবেন কন্যা রাশির জাতকরা। সম্পদ লাভ হতে পারে। ব্যবসা লাভজনক হবে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন।
কর্কট রাশি (Cancer):
ভাগ্যোদয় হবে কর্কট রাশির জাতকদের। সব কাজে সাফল্য আসবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। ব্যবসায় উন্নতি হবে।
অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ৩১ জুলাই সিংহ রাশিতে জুটি বাঁধবে শুক্র এবং বুধ। এরফলে তৈরি হবে লক্ষ্মী-নারায়ণ যোগ। যার শুভ প্রভাবে ভাগ্যোদয় হবে সিংহ, বৃশ্চিক এবং কর্কট রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ৯ অক্টোবর বক্রি হবে বৃহস্পতি। ৪ ফেব্রুয়ারি ২০২৫ সাল পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে এই গ্রহ। যার ফলে কপাল খুলবে বৃষ, সিংহ এবং কর্কট রাশির জাতকদের। রোহিণী নক্ষত্রে বিচরণ করছে বৃহস্পতি। আগামী ২০ অগস্ট পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে এই গ্রহ। যার ফলে ভাগ্যোদয় হবে বৃষ, সিংহ, ধনু রাশির জাতকরা। জ্যোতিষ মতে, বৃষ রাশিতে রয়েছে বৃহস্পতি। ২০২৫ সালের ১৩ মে পর্যন্ত এই রাশিতে থাকবে দেবগুরু। বৃহস্পতির এই গোচরে কুবের রাজযোগ তৈরি হয়েছে। যার শুভ প্রভাব পড়বে মেষ, সিংহ এবং কর্কট রাশির জাতকদের জীবনে। জ্যোতিষ মতে, অগস্ট মাসে সিংহ রাশিতে প্রবেশ করবে সূর্য। আগামী ১৬ অগস্ট সূর্যের গোচর হবে। ওই রাশিতে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে সূর্য। যার প্রভাবে লাভের মুখ দেখবেন মেষ, সিংহ এবং কর্কট রাশির জাতকরা।