Shiva Lucky Zodiacs: সুখ উপচে পড়বে, শিবের প্রিয় এই ৩ রাশির এবার শুধুই উন্নতি

বাংলা ক্যালেন্ডারে এখন শ্রাবণ মাস। আর শ্রাবণ মাস শিবের খুব প্রিয় বলে বিশ্বাস করা হয়। এই সময় মহাদেবের আশীর্বাদ পাবেন ৩ রাশির জাতকরা। জেনে নিন...

Advertisement
সুখ উপচে পড়বে, শিবের প্রিয় এই ৩ রাশির এবার শুধুই উন্নতিভগবান শিবের কৃপায় কপাল খুলবে ৩ রাশির।
হাইলাইটস
  • বাংলা ক্যালেন্ডারে এখন শ্রাবণ মাস।
  • শ্রাবণ মাস শিবের খুব প্রিয় বলে বিশ্বাস করা হয়।
  • মহাদেবের আশীর্বাদ পাবেন ৩ রাশির জাতকরা।

বাংলা ক্যালেন্ডারে এখন শ্রাবণ মাস। আর শ্রাবণ মাস শিবের খুব প্রিয় বলে বিশ্বাস করা হয়। এই সময় মহাদেবের আশীর্বাদ পাবেন ৩ রাশির জাতকরা। জেনে নিন...

মকর রাশি (Capricorn): 


শিবের কৃপায় লাভবান হবেন মকর রাশির জাতকরা। সব কাজে সাফল্য পাবেন। কেরিয়ারে দারুণ উন্নতি হবে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। 

কুম্ভ রাশি (Aquarius):

কপাল খুলবে কুম্ভ রাশির জাতকদের। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। ব্যবসা লাভজনক হবে। কেরিয়ারে সাফল্য পাবেন। 

কর্কট রাশি (Cancer): 


ভাগ্য খুলবে কর্কট রাশির জাতকদের। চাকরিতে উন্নতি হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। সব কাজে সাফল্য আসবে। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ৩১ জুলাই রাশি বদলাবে শুক্র। সিংহ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। শুক্রের গোচরে লাভের মুখ দেখবেন মেষ, সিংহ এবং মিথুন রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ৫ অগস্ট সিংহ রাশিতে উল্টো পথে ঘুরবে বুধ। এর প্রভাবে ৩ রাশির জাতকদের জীবনে আসবে বিশেষ পরিবর্তন। লাভবান হবেন সিংহ, কর্কট এবং ধনু রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ৯ অক্টোবর বক্রি হবে বৃহস্পতি। ৪ ফেব্রুয়ারি ২০২৫ সাল পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে এই গ্রহ। যার ফলে কপাল খুলবে বৃষ, সিংহ এবং কর্কট রাশির জাতকদের। রোহিণী নক্ষত্রে বিচরণ করছে বৃহস্পতি। আগামী ২০ অগস্ট পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে এই গ্রহ। যার ফলে ভাগ্যোদয় হবে বৃষ, সিংহ, ধনু রাশির জাতকরা। জ্যোতিষ মতে, অগস্ট মাসে সিংহ রাশিতে প্রবেশ করবে সূর্য। জ্যোতিষ মতে, বর্তমানে মীন রাশিতে রয়েছে রাহু। ২০২৫ সালের মে মাস পর্যন্ত এই রাশিতেই থাকবে রাহু। তারপরে রাহু কন্যা রাশিতে প্রবেশ করবে। রাহুর এহেন গোচরে লাভের মুখ দেখবেন কুম্ভ এবং মকর রাশির জাতকরা। আগামী ১৬ অগস্ট সূর্যের গোচর হবে। ওই রাশিতে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে সূর্য। যার প্রভাবে লাভের মুখ দেখবেন মেষ, সিংহ এবং কর্কট রাশির জাতকরা। জ্যোতিষ মতে, জুলাই মাসের শেষ সপ্তাহে কেন্দ্র স্থানে অবস্থান করবে বৃহস্পতি এবং চাঁদ। যার ফলে তৈরি হবে গজকেশরী যোগ। এর প্রভাবে কপাল খুলবে তুলা, কন্যা এবং কর্কট রাশির জাতকদের। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement