Maa Laxmi Favourite Zodiacs: মা লক্ষ্মীর প্রিয় এই ৩ রাশি, কখনও অর্থকষ্ট হবে না, আজীবন সুখ

বুধবার কোজাগরী লক্ষ্মীপুজো। জ্যোতিষ মতে, এই দিনটি অত্যন্ত শুভ। মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পান এই ৩ রাশির জাতকরা। ওই ৩ রাশির জাতকদের কখনও অর্থাভাব হয় না। 

Advertisement
মা লক্ষ্মীর প্রিয় এই ৩ রাশি, কখনও অর্থকষ্ট হবে না, আজীবন সুখলক্ষ্মীর কৃপায় ভাগ্য বদলাবে ৩ রাশির জাতকদের।
হাইলাইটস
  • বুধবার কোজাগরী লক্ষ্মীপুজো।
  • জ্যোতিষ মতে, এই দিনটি অত্যন্ত শুভ।
  • মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পান এই ৩ রাশির জাতকরা।

বুধবার কোজাগরী লক্ষ্মীপুজো। জ্যোতিষ মতে, এই দিনটি অত্যন্ত শুভ। মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পান এই ৩ রাশির জাতকরা। ওই ৩ রাশির জাতকদের কখনও অর্থাভাব হয় না। 

বৃষ রাশি (Taurus): 

মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পান বৃষ রাশির জাতকরা। আজীবন সুখে কাটবে জীবন। কখনও অর্থাভাব হয় না। বুদ্ধি এবং পরিশ্রমে লক্ষ্মীর কৃপায় সব কাজে সাফল্য পান এই রাশির জাতকরা। 

সিংহ রাশি (Leo): 

ভাগ্যোদয় হবে সিংহ রাশির জাতকদের। মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় এঁদের সঙ্গে থাকেন। লক্ষ্মীর কৃপায় অর্থলাভ হবে। কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে। 

মিথুন রাশি (Gemini): 

মা লক্ষ্মীর বিশেষ কৃপা পান মিথুন রাশির জাতকরা। লক্ষ্মীর আশীর্বাদে সৌভাগ্য লাভ করেন এঁরা। কখনও অর্থাভাব হয় না। কেরিয়ারে সাফল্যের যোগ রয়েছে। 

জ্যোতিষ মতে, উত্তরাভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে রাহু। ২ ডিসেম্বর এই নক্ষত্রের দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করবে। এর ফলে কপাল খুলবে বৃষ, তুলা এবং মিথুন রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ২ ডিসেম্বর পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বিরাজ করবে রাহু। পরের বছর ১৬ মার্চ পর্যন্ত ওই নক্ষত্রেই থাকবে রাহু। যার প্রভাবে কপাল খুলবে মেষ, মকর এবং কুম্ভ রাশির জাতকদের।

POST A COMMENT
Advertisement