Weekly Horoscope 30 September to 6 October: আগামী সপ্তাহে অর্থলাভ-সুখ, রাজার হালে ৩ রাশি

জ্যোতিষ মতে, অক্টোবরের প্রথম সপ্তাহে বুধ এবং সূর্য কন্যা রাশিতে গোচর করবে। যার ফলে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। এর প্রভাবে সুখ-সমৃদ্ধি বাড়বে ৩ রাশির জাতকদের। 

Advertisement
আগামী সপ্তাহে অর্থলাভ-সুখ, রাজার হালে ৩ রাশিকপাল খুলবে ৩ রাশির।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, অক্টোবরের প্রথম সপ্তাহে বুধ এবং সূর্য কন্যা রাশিতে গোচর করবে।
  • তৈরি হবে বুধাদিত্য রাজযোগ।
  • সুখ-সমৃদ্ধি বাড়বে ৩ রাশির জাতকদের। 

জ্যোতিষ মতে, অক্টোবরের প্রথম সপ্তাহে বুধ এবং সূর্য কন্যা রাশিতে গোচর করবে। যার ফলে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। এর প্রভাবে সুখ-সমৃদ্ধি বাড়বে ৩ রাশির জাতকদের। 

কর্কট রাশি (Cancer): 

শুভ প্রভাব পড়বে কর্কট রাশির জাতকদের। সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে ভাল সময়। ব্যবসায়ীরা লাভবান হবেন। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। 

সিংহ রাশি (Leo): 

ভাগ্যোদয় হবে সিংহ রাশির জাতকদের। কেরিয়ার পদোন্নতির যোগ রয়েছে। ব্যবসা লাভজনক হবে। অর্থলাভের যোগ রয়েছে। সম্পদ লাভের সুযোগ আসতে পারে। 

ধনু রাশি (Sagittarius):

ধনু রাশির জাতকদের জন্য সুসময়। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। ধনলাভের সুযোগ রয়েছে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। পরিবার সুখ-শান্তি বজায় থাকবে। 

অন্য দিকে, অক্টোবর মানেই উৎসবের মরশুম। দুর্গাপুজো, কালীপুজো রয়েছে ওই মাসে। জ্যোতিষ মতে, অক্টোবর রাশিচক্রে উল্লেখযোগ্য। এই সময় বৃষ, সিংহ এবং তুলা রাশির জাতকদের কপাল খুলবে। জ্যোতিষ মতে, অক্টোবরে ২ বার চাল বদল করবে বুধ। ১০ অক্টোবর তুলা রাশিতে প্রবেশ করবে বুধ। তারপরে ২৯ অক্টোবর বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। এর ফলে লাভের মুখ দেখবেন তুলা, বৃষ এবং মিথুন রাশির জাতকরা।মহালয়ার দিন আগামী ২ অক্টোবর রাতে সূর্যগ্রহণ শুরু হবে। চলবে ভোররাত পর্যন্ত। জ্যোতিষ মতে, এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ। সূর্যগ্রহণের প্রভাবে কপাল খুলবে বৃষ, কন্যা এবং তুলা রাশির জাতকদের। জ্যোতিষ মতে, উত্তরাভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে রাহু। ২ ডিসেম্বর এই নক্ষত্রের দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করবে। এর ফলে কপাল খুলবে বৃষ, তুলা এবং মিথুন রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ২ ডিসেম্বর পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বিরাজ করবে রাহু। পরের বছর ১৬ মার্চ পর্যন্ত ওই নক্ষত্রেই থাকবে রাহু। যার প্রভাবে কপাল খুলবে মেষ, মকর এবং কুম্ভ রাশির জাতকদের।
 

POST A COMMENT
Advertisement