Agrahayan Lucky Zodiacs: সুখসম্পদ উপচে পড়বে, চলতি মাসে রাজার হালে ২ রাশি

জ্যোতিষ মতে, বাংলার অগ্রহায়ণ মাসে বুধ ও সূর্যের চালে শুভ প্রভাব পড়বে। চাকরি-ব্যবসায় দারুণ উন্নতির যোগ রয়েছে। লাভবান হবেন ২ রাশির জাতকরা। জেনে নিন...

Advertisement
সুখসম্পদ উপচে পড়বে, চলতি মাসে রাজার হালে ২ রাশিকপাল খুলবে ২ রাশির জাতকদের।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, বাংলার অগ্রহায়ণ মাসে বুধ ও সূর্যের চালে শুভ প্রভাব পড়বে।
  • চাকরি-ব্যবসায় দারুণ উন্নতির যোগ রয়েছে।
  • লাভবান হবেন ২ রাশির জাতকরা।

জ্যোতিষ মতে, বাংলার অগ্রহায়ণ মাসে বুধ ও সূর্যের চালে শুভ প্রভাব পড়বে। চাকরি-ব্যবসায় দারুণ উন্নতির যোগ রয়েছে। লাভবান হবেন ২ রাশির জাতকরা। জেনে নিন...

কর্কট রাশি (Cancer): 

ভাগ্যোদয় হবে কর্কট রাশির জাতকদের। চাকরিতে সাফল্যের যোগ রয়েছে। ব্যবসায় উন্নতি হবে। দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হতে পারে। সব কাজে সাফল্য আসবে। 

বৃশ্চিক রাশি (Scorpio): 

কপাল খুলবে বৃশ্চিক রাশির জাতকদের। কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে। আয় বাড়বে। প্রেমের সম্পর্ক মজবুত হবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে।

অন্য দিকে, জ্যোতিষ মতে, ডিসেম্বরে রাশি বদলাবে শুক্র। এই দুই গ্রহের রাশি পরিবর্তনের কারণে লাভের মুখ দেখবেন সিংহ, বৃশ্চিক ও কন্যা রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ২ ডিসেম্বর পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বিরাজ করবে রাহু। পরের বছর ১৬ মার্চ পর্যন্ত ওই নক্ষত্রেই থাকবে রাহু। যার প্রভাবে কপাল খুলবে মেষ, মকর এবং কুম্ভ রাশির জাতকদের। নতুন বছরে সাফল্যের চূড়ায় উঠবে ৩ রাশি। লাভবান হবেন মকর, সিংহ এবং তুলা রাশির জাতকরা।

POST A COMMENT
Advertisement