Dhan Lakshmi Yog Horoscope: সুখ-টাকার বন্যা বইবে, বিশেষ যোগে রাজার হালে ৩ রাশি

আজ দীপাবলি। আবার আজ কালীপুজো। জ্যোতিষ মতে, আজকের দিনটি অত্যন্ত শুভ। এদিন ধনলক্ষ্মী যোগের শুভ প্রভাব থাকবে। লাভের মুখ দেখবেন ৩ রাশির জাতকরা। 

Advertisement
সুখ-টাকার বন্যা বইবে, বিশেষ যোগে রাজার হালে ৩ রাশিকপাল খুলবে ৩ রাশির।
হাইলাইটস
  • আজ দীপাবলি।
  • জ্যোতিষ মতে, আজকের দিনটি অত্যন্ত শুভ।
  • ধনলক্ষ্মী যোগের শুভ প্রভাব থাকবে।

আজ দীপাবলি। আবার আজ কালীপুজো। জ্যোতিষ মতে, আজকের দিনটি অত্যন্ত শুভ। এদিন ধনলক্ষ্মী যোগের শুভ প্রভাব থাকবে। লাভের মুখ দেখবেন ৩ রাশির জাতকরা। 

কন্যা রাশি (Virgo): 

শুভ প্রভাব পড়বে কন্যা রাশির জাতকদের। অর্থলাভের যোগ রয়েছে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। কেরিয়ারে উন্নতি হবে। সম্পদ লাভ করতে পারেন। 

তুলা রাশি (Libra): 

ভাগ্যোদয় হবে তুলা রাশির জাতকদের। আয় বাড়বে। কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে। ব্যবসায়ীরা লাভবান হবেন। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। 

মকর রাশি (Capricorn): 

কপাল খুলবে মকর রাশির জাতকদের। কেরিয়ারে পরিস্থিতি অনুকূলে থাকবে। দাম্পত্য সুখ বাড়বে। অর্থলাভের যোগ রয়েছে। ব্যবসা লাভজনক হবে।


অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ২ ডিসেম্বর পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বিরাজ করবে রাহু। পরের বছর ১৬ মার্চ পর্যন্ত ওই নক্ষত্রেই থাকবে রাহু। যার প্রভাবে কপাল খুলবে মেষ, মকর এবং কুম্ভ রাশির জাতকদের। নতুন বছরে সাফল্যের চূড়ায় উঠবে ৩ রাশি। লাভবান হবেন মকর, সিংহ এবং তুলা রাশির জাতকরা।

POST A COMMENT
Advertisement