Venus Transit Astrology 2024: দারুণ সুখ আসছে জীবনে, শুক্রের কীর্তিতে সুখবর পাবে ৩ রাশি

জ্যোতিষ মতে, বিভিন্ন গ্রহ নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে। যখনই কোনও গ্রহ অবস্থান বদল করে, তখন তার নানা প্রভাব পড়ে বিভিন্ন রাশির জাতকদের জীবনে। শনিবার, ২৩ মার্চ দুপুরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে শুক্র। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হল বৃহস্পতির। তাই বৃহস্পতির নক্ষত্রে শুক্রের প্রবেশের ফলে কপাল খুলতে পারে ৩ রাশির জাতকদের জীবনে।

Advertisement
দারুণ সুখ আসছে জীবনে, শুক্রের কীর্তিতে সুখবর পাবে ৩ রাশিভাগ্যবান হবেন ৩ রাশির জাতকরা।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, বিভিন্ন গ্রহ নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে।
  • শনিবার, ২৩ মার্চ দুপুরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে শুক্র।
  • কপাল খুলতে পারে ৩ রাশির জাতকদের জীবনে।

জ্যোতিষ মতে, বিভিন্ন গ্রহ নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে। যখনই কোনও গ্রহ অবস্থান বদল করে, তখন তার নানা প্রভাব পড়ে বিভিন্ন রাশির জাতকদের জীবনে। শনিবার, ২৩ মার্চ দুপুরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে শুক্র। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হল বৃহস্পতির। তাই বৃহস্পতির নক্ষত্রে শুক্রের প্রবেশের ফলে কপাল খুলতে পারে ৩ রাশির জাতকদের জীবনে। জেনে নিন, কোন রাশির জাতকদের ভাগ্য চমকাবে...


মেষ রাশি (Aries): 

শুক্রের নক্ষত্র পরিবর্তনে শুভ প্রভাব পড়তে চলেছে মেষ রাশির জাতকদের জীবনে। এই সময় অর্থলাভ করতে পারেন এই রাশির জাতকরা। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। ব্যবসায়ীরা লাভবান হবেন। স্বাস্থ্য ভাল থাকবে। 

কর্কট রাশি (Cancer): 


 লাভের মুখ দেখতে পারেন কর্কট রাশির জাতকরা। কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। আয় বাড়বে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। ব্যবসায় সাফল্য পাবেন। 

কন্যা রাশি (Virgo): 


শুক্রের কৃপায় ভাগ্যোদয় হবে কন্যা রাশির জাতকদের। কোনও সুখবর পেতে পারেন। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। চাকরিতে সাফল্য পাবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। সম্পদ লাভ করতে পারেন। 


আগামী ২৫ মার্চ দোলপূর্ণিমা। জ্যোতিষ মতে, এই সময় বিভিন্ন শুভ যোগ তৈরি হবে। দোলের দিন কন্যা রাশিতে থাকবে চন্দ্র। সেখানে কেতুর সঙ্গে যুতি তৈরি করবে চন্দ্র। এর পর ২৭ মার্চ  তুলা রাশিতে প্রবেশ করবে চন্দ্র। এখানে বৃহস্পতির সঙ্গে গজকেশরী যোগ তৈরি হবে।  এর সুফল পাবেন বিভিন্ন রাশির জাতকরা। 

জ্যোতিষ মতে, শুক্রবার সিংহ রাশিতে গমন করছে চন্দ্র। আবার কুম্ভ রাশিতে শুক্র এবং মঙ্গলের সংমিশ্রণে তৈরি হচ্ছে ধনলক্ষ্মী রাজযোগ। এই যোগের শুভ প্রভাব পড়তে চলেছে ৫ রাশির জাতকদের জীবনে। কোনও রাশির জাতকদের অর্থলাভ হবে। আবার কোনও রাশির জাতকরা চাকরিতে দারুণ সাফল্য পাবেন। লাভবান হবেন মিথুন, তুলা, কন্যা, কুম্ভ, ধনু রাশির জাতকরা।
 

Advertisement

POST A COMMENT
Advertisement