ভাগ্য বদলাবে এই রাশির জাতকদের।মার্চ মাসে ভাগ্য কি বদলাবে? আজ ইংরেজির নতুন মাসের প্রথম দিন। মার্চ মাস কেমন কাটবে? এই নিয়ে অনেকেই কৌতূহলী। কার ভাগ্যে কী রয়েছে, তা জ্যোতিষ গণনা দেখে অনেকটা আন্দাজ করা যায়। কোন রাশির জীবনে কী প্রভাব পড়তে চলেছে, তার আঁচ পাওয়া যায় গ্রহের অবস্থান দেখে। গ্রহের হেরফেরে বিভিন্ন রাশির জাতকদের জীবনে নানা প্রভাব পড়তে পারে। গ্রহের স্থান বদলের ফলে কোনও রাশির জীবনে শুভ প্রভাব পড়ে। আবার কোনও রাশির জাতকরা নানা বাধার মুখোমুখি হন।
চলতি মাসে একাধিক শুভ যোগ রয়েছে। আগামী ৮ মার্চ শিবরাত্রি। ২৫ মার্চ দোলপূর্ণিমা। এই দুই শুভ দিন পড়ায় চলতি মাসে অনেক রাশির জাতকদের জীবনই বদলে যেতে পারে।
জ্যোতিষ মতে, মার্চ মাসে কয়েকটি রাশির জাতকদের জীবনে সোনা ফলবে। কোনও রাশির জাতকদের চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। আবার কোনও রাশির জাতকরা আচমকা অর্থলাভ করতে পারেন। তা হলে জেনে নিন, কোন রাশির জাতকদজের ভাগ্য বদলাবে...
মেষ রাশি (Aries):
মার্চ মাসে লাভবান হবেন মেষ রাশির জাতকরা। এই জাতকদের জন্য চলতি মাস সুসময়। জীবনে নতুন প্রেম আসতে পারে। কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। পদোন্নতির যোগ রয়েছে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে।
মিথুন রাশি (Gemini):
কপাল খুলতে পারে মিথুন রাশির জাতকদের জীবনে। চাকরিতে বদলির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ব্যবসায়ীরা লাভবান হবেন। পরিবারে ভাল সময় কাটবে। কোনও উপহার পেতে পারেন।
সিংহ রাশি (Leo):
ভাগ্য বদলাবে সিংহ রাশির জাতকদের। অর্থলাভের সুযোগ রয়েছে এই রাশির জাতকদের জীবনে। চাকরিতে উন্নতির যোগ রয়েছে। পরিশ্রমের সুফল পাবেন। সুখ-শান্তি বজায় থাকবে পরিবারে।
কন্যা রাশি (Virgo):
মার্চে ভাল সময় কাটাবেন কন্যা রাশির জাতকরা। পরিবারে সুখ-সমৃদ্ধি আসবে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। চাকরিতে সাফল্যের যোগ রয়েছে। অর্থলাভ হতে পারে।