Budh Gochar Astrology: ধন-সম্পদ লাফিয়ে বাড়বে, মাসের শেষে বুধের কৃপায় সুখের দিন ৩ রাশির

জ্যোতিষ মতে, আগামী ৩১ মে রাশি বদলাবে বুধ। বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে এই গ্রহ। বুধের গোচরে বিশেষ করে কপাল খুলবে ৩ রাশির জাতকদের। জেনে নিন, কোন ৩ রাশির জাতকদের জীবন সুখে কাটবে...

Advertisement
ধন-সম্পদ লাফিয়ে বাড়বে, মাসের শেষে বুধের কৃপায় সুখের দিন ৩ রাশিরবুধের কৃপায় ভাগ্য খুলছে ৩ রাশির।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, আগামী ৩১ মে রাশি বদলাবে বুধ।
  • বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে এই গ্রহ।
  • বুধের গোচরে বিশেষ করে কপাল খুলবে ৩ রাশির জাতকদের।

জ্যোতিষ মতে, আগামী ৩১ মে রাশি বদলাবে বুধ। বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে এই গ্রহ। বুধের গোচরে বিশেষ করে কপাল খুলবে ৩ রাশির জাতকদের। জেনে নিন, কোন ৩ রাশির জাতকদের জীবন সুখে কাটবে...


কর্কট রাশি (Cancer): 
 বুধের গোচরে জীবন বদলাবে কর্কট রাশির জাতকদের। অর্থলাভের সুযোগ রয়েছে। চাকরিতে সাফল্য পাবেন। ব্যবসায়ীরা দারুণ লাভ করবেন। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। 

বৃষ রাশি (Taurus): 

ভাগ্য খুলবে বৃষ রাশির জাতকদের। কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত সাফল্য পাবেন। কোনও সুখবর পেতে পারেন। চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। দাম্পত্য জীবন মধুর হবে। 

মিথুন রাশি (Gemini): 

 ভাগ্যোদয় হবে মিথুন রাশির জাতকদের। সব বাধা কেটে যাবে। পড়ুয়াদের জন্য ভাল সময়। কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে। ব্যবসা লাভজনক হবে। 


অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ২৯ জুন কুম্ভ রাশিতে বক্রি হবে শনি। এই গ্রহের বক্রিতে কপাল খুলবে ৩ রাশির জাতকদের। অর্থলাভ যেমন হবে, তেমনই সব বাধা কেটে যাবে। রাজার হালে থাকবেন কুম্ভ, মেষ এবং মিথুন রাশির জাতকরা। জ্যোতিষ মতে, গ্রহদের মধ্যে বুধ এবং শুক্র খুবই গুরুত্বপূর্ণ। এই দুই গ্রহের কারণে যে কারও ভাগ্য বদলে যায়। মেষ রাশিতে বুধ এবং শুক্রের মিলনের ফলে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ। এই শুভ যোগের প্রভাবে লাভবান হবেন বৃষ, মিথুন এবং সিংহ রাশির জাতকরা। 

POST A COMMENT
Advertisement