Rahu Venus Yuti 2024: সুখের জোয়ার আসছে, দুই গ্রহের মিলনে এপ্রিলে ধনলাভ ৩ রাশির

জ্যোতিষ মতে, আগামী ৩১ মার্চ মীন রাশিতে গমন করবে শুক্র এবং বৃহস্পতি। ওই রাশিতে রয়েছে রাহু। জ্যোতিষ মতে, শুক্রের কৃপায় সুখ-সম্পদ আসে। শুক্রের রাশি পরিবর্তনের ফলে নানা প্রভাব পড়ে বিভিন্ন রাশির জাতকদের জীবনে। রাহুর সঙ্গে শুক্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাই মীন রাশিতে শুক্র এবং রাহুর সংযোগ চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। এর ফলে ৩ রাশির জাতকদের জীবনে সোনালি দিন আসছে। তা হলে জেনে নিন, কোন ৩ রাশির জাতকরা লাভবান হবেন...

Advertisement
সুখের জোয়ার আসছে, দুই গ্রহের মিলনে এপ্রিলে ধনলাভ ৩ রাশির লাভবান হবেন ৩ রাশির জাতকরা।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, আগামী ৩১ মার্চ মীন রাশিতে গমন করবে শুক্র এবং বৃহস্পতি।
  • ওই রাশিতে রয়েছে রাহু।
  • মীন রাশিতে শুক্র এবং রাহুর সংযোগ চলবে ২৪ এপ্রিল পর্যন্ত।

জ্যোতিষ মতে, আগামী ৩১ মার্চ মীন রাশিতে গমন করবে শুক্র এবং বৃহস্পতি। ওই রাশিতে রয়েছে রাহু। জ্যোতিষ মতে, শুক্রের কৃপায় সুখ-সম্পদ আসে। শুক্রের রাশি পরিবর্তনের ফলে নানা প্রভাব পড়ে বিভিন্ন রাশির জাতকদের জীবনে। রাহুর সঙ্গে শুক্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাই মীন রাশিতে শুক্র এবং রাহুর সংযোগ চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। এর ফলে ৩ রাশির জাতকদের জীবনে সোনালি দিন আসছে। তা হলে জেনে নিন, কোন ৩ রাশির জাতকরা লাভবান হবেন...

কর্কট রাশি (Cancer): 
রাহু-শুক্রের মহামিলনে ভাগ্য খুলবে কর্কট রাশির জাতকদের। এই সময় অর্থলাভ হবে। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। বেতন বাড়তে পারে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। ব্যবসায় লাভবান হবেন। 

কুম্ভ রাশি (Aquarius):
 কপাল খুলতে পারে কুম্ভ রাশির জাতকদের। ধনলাভ হতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ রয়েছে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। 

সিংহ রাশি (Leo): 
 ভাগ্যোদয় হবে সিংহ রাশির জাতকদের। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। ব্যবসায় সাফল্য পাবেন। সব কাজে সফল হবেন। আয় বাড়বে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। সমাজে সুনাম বাড়বে। কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, সূর্য এবং শনি একে অপরের ঘোর শত্রু। ফলে এই দুই গ্রহ যখনই কাছাকাছি আসে তখনই অশুভ প্রভাব পড়ে বিভিন্ন রাশির জাতকদের জীবনে। গত এক মাস ধরে কুম্ভ রাশিতে ছিল সূর্য। আর ওই রাশিতে রয়েছে শনি। তবে গত ১৪ মার্চ কুম্ভ ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করেছে সূর্য। এর ফলে সূর্য এবং শনির যুতি কেটেছে। এর ফলে ৩ রাশির জাতকদের জীবন বদলাবে। লাভের মুখ দেখবেন মকর, বৃষ এবং কুম্ভ রাশির জাতকরা। 
 

POST A COMMENT
Advertisement