Maha Shivratri Lucky Zodiacs: শিবের আশীর্বাদে জীবন বদল, ৩ রাশির সুখ-উন্নতি

আগামী ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। জ্যোতিষ মতে, এই দিনটি খুবই উল্লেখযোগ্য। শিবের কৃপায় ৩ রাশির জাতকদের কপাল খুলবে। উন্নতির যোগ রয়েছে। জেনে নিন বিশদে...

Advertisement
শিবের আশীর্বাদে জীবন বদল, ৩ রাশির সুখ-উন্নতিভাগ্য বদলাবে ৩ রাশির।
হাইলাইটস
  • আগামী ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি।
  • শিবের কৃপায় ৩ রাশির জাতকদের কপাল খুলবে।
  • উন্নতির যোগ রয়েছে।

আগামী ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। জ্যোতিষ মতে, এই দিনটি খুবই উল্লেখযোগ্য। শিবের কৃপায় ৩ রাশির জাতকদের কপাল খুলবে। উন্নতির যোগ রয়েছে। জেনে নিন বিশদে...

বৃষ রাশি (Taurus): 

শুভ প্রভাব পড়বে বৃষ রাশির জাতকদের। অর্থলাভ হবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। পরিবারে সুখ-সমৃদ্ধির যোগ রয়েছে। কেরিয়ারে উন্নতি হবে। 

মিথুন রাশি (Gemini): 

ভাগ্যোদয় হবে মিথুন রাশির জাতকদের। ব্যবসা লাভজনক হবে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। পরীক্ষার্থীদের জন্য ভাল সময়। 


কুম্ভ রাশি (Aquarius):

মহাদেবের কৃপায় কপাল খুলবে কুম্ভ রাশির জাতকদের। কেরিয়ারে সাফল্য আসবে। ধনলাভের যোগ রয়েছে। ব্যবসায়ীরা সাফল্য পাবেন। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ৬ ফেব্রুয়ারি চন্দ্রের সঙ্গে মিলিত হবে বৃহস্পতি। যার ফলে তৈরি হবে গজকেশরী রাজযোগ। এর প্রভাবে কপাল খুলবে তুলা, কর্কট ও সিংহ রাশির জাতকদের। আগামী ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। জ্যোতিষ মতে, এই দিনটি খুবই পবিত্র। এর পরের দিন ২৭ ফেব্রুয়ারি মীনে প্রবেশ করবে বুধ। ওই দিন অস্ত যাবে শনি। যার ফলে ভাগ্য বদলাবে কুম্ভ, মিথুন ও বৃষ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ১১ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে বুধ। তারপরে ২৭ ফেব্রুয়ারি মীন রাশিতে প্রবেশ করবে। বুধের এই জোড়া রাশি পরিবর্তনে কপাল খুলবে মেষ, বৃষ ও মিথুন রাশির জাতকদের।

POST A COMMENT
Advertisement